গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালিয়েছেন দুই বিমান কর্মকর্তা

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) মো. আনোয়ার হোসেন ও বাণিজ্যিক তত্ত্বাবধায়ক সোহান আহমেদ বিভিন্ন গোপন নথি নিয়ে পালিয়েছেন বলে জানা গেছে।

গত সোমবার রাজধানীর বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন বিমানের নিরাপত্তা বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. মাছুদুল হাছান।

বিমান সূত্র মতে, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) মো. আনোয়ার হোসেন ২৪ অক্টোবর বিকাল পৌনে ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-৩০৫ ফ্লাইটযোগে কানাডার টরন্টোতে পাড়ি জমান। তার অফিস ত্যাগের পর থেকেই বিমানের গোপনীয় বিভিন্ন এগ্রিমেন্ট, আরআই পলিসি ও সফটওয়্যার সম্পর্কিত স্পর্শকাতর নথিপত্র পাওয়া যাচ্ছে না।

এদিকে বাণিজ্যিক তত্ত্বাবধায়ক সোহান আহমেদ গত ৭ ডিসেম্বর চাকরি থেকে অব্যাহতির আবেদনপত্র দিয়েছেন। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তিনি কর্মস্থল ত্যাগ করেছেনে। তার বিরুদ্ধেও গুরুত্বপূর্ণ নথি সরিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। তিনি অবশ্য দেশেই অবস্থান করছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *