গুরুত্বপূর্ণদের উপর শক্তি ফোকাস করুন : মুফতি মেন্ক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. আপনাকে যেন হতাশ না করে জীবন। আপনি তাদের জন্য যা করেন তার প্রশংসা সবাই করবে না। হতাশ হবেন না, কারণ সেখানে অনেক অকৃতজ্ঞ লোক রয়েছে। আপনাকে শুধু খুঁজে বের করতে হবে কে আপনার প্রচেষ্টার মূল্যবান এবং কে আপনাকে ব্যবহার করছে। যারা গুরুত্বপূর্ণ তাদের উপর আপনার শক্তি ফোকাস করুন।

দুই. আপনি যা যা করছেন সব; আপনার ব্যথা, আপনার সংগ্রামকে সবসময় শক্তি হতে হবে। হ্যাঁ, সন্দেহাতীতভাবে। এগুলি এলোমেলো ঘটনা নয়, সর্বশক্তিমান সাবধানতার সাথে এসব পরিকল্পনা করেছেন। তিনি সেরা পরিকল্পনাকারী। এসবের একটি উদ্দেশ্য আছে। এসব আপনাকে উত্তোলন করবে, আপনাকে শক্তিশালী করবে এবং আপনাকে বিন্যাস করবে। এসবকে গ্রহণ করে নিন।

পূনশ্চঃ

এক. একটি নির্জঞ্জাট ও শান্তিপূর্ণ জীবনের জন্য,গসিপ শোনা ছেড়ে দিন এবং অন্যরা আপনার সম্পর্কে যা বলছে তা উপেক্ষা করতে শিখুন। সবকিছুর মধ্যে ভালোর সন্ধান করুন। ইতিবাচক হতে শিখুন এবং ভাল কাজ ছড়িয়ে দিন। আপনার জীবনের জন্য সর্বদা কৃতজ্ঞ হবার বিষয়টি মনে রাখবেন। আর বাকি সব সর্বশক্তিমানের হাতে ছেড়ে দিন।

দুই. গুজব বিপজ্জনক এবং অবশ্যই পাপ। এটি আপনাকে সৎলোকদের ঘৃণা করতে এবং ভণ্ডদের ভালবাসাতে পারে। সাবধান হোন। শয়তানের ফাঁদ থেকে দূরে থাকুন।

তিন. জীবনের সবকিছুরই একটা উদ্দেশ্য থাকে। সর্বশক্তিমান একটি সঙ্গত কারণে সবকিছু করেন। আপনার পথে যা আসে তা থেকে শিখুন। ভুল বা কাকতালীয় নয় কোন কিছুই।

চার. যদি আপনার হৃদয় সঠিক জায়গায় না থাকে তবে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। আপনি যা কিছু করেন তাতে আপনার নিয়তটিকে পরিশুদ্ধ রাখুন। সোশ্যাল মিডিয়ার এই যুগে গ্রহণযোগ্যতা ও অনুমোদনের বাড়তি প্রয়োজন অনুভব এবং তাতে সাফল্য পাওয়া সহজ। সর্বদা আপনার অন্তরকে পরীক্ষা করুন এবং এর সুরক্ষার চেষ্টা নিন।

দ্রষ্টব্যঃ

হে ঈমানদারগণ! তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাক; কারণ কোন কোন অনুমান পাপ এবং তোমরা একে অন্যের গোপনীয় বিষয় সন্ধান করো না এবং একে অন্যের নিন্দা (গীবত) করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে, বস্তুত তোমরা তো একে ঘৃণ্যই মনে কর। আর তোমরা আল্লাহর ভীতি (তাকওয়া) অবলম্বন কর; নিশ্চয় আল্লাহ্ তওবা গ্রহণকারী, পরম দয়ালু। (সূরা হুজরাত: ১২)

দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে (সামনাসামনি) মানুষের নিন্দা করে আর (অসাক্ষাতে) দুর্নাম করে (সূরা হুমাজাহ: ১)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *