গাজা থেকে মানুষ সরানোর জন্য ইসরায়েলি নির্দেশ যুদ্ধাপরাধ: জ্যান এগেল্যান্ড

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

বিবিসি বাংলা

অসলো চুক্তির একজন সমন্বয়ক ও ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে আলোচনা প্রক্রিয়া শুরু করার পেছনে ভূমিকা রাখা নরওয়েজিয়ান কূটনীতিক জ্যান এগেল্যান্ড মন্তব্য করেছেন যে উত্তর গাজা থেকে বাসিন্দাদের সরিয়ে দেয়ার নির্দেশ জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধাপরাধের শামিল।

বিবিসি’র রেডিও ফোর অনুষ্ঠানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন গাজায় হতে যাওয়া মানবিক ‘বিপর্যয়’ সামাল দেয়ার কোনো কার্যকরী পন্থা এখন নেই। তিনি মন্তব্য করেছেন: “ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক শিশু রয়েছে, সেখানকার কারো পক্ষে তাদের উদ্ধার করা সম্ভব নয়। বসবাসের অযোগ্য হাজার হাজার ঘরবাড়ি রয়েছে। হাজার হাজার মানুষ জীবন বাঁচাতে পালাচ্ছে।”

পশ্চিমারা এখনও ঐ অঞ্চলের পরিস্থিতি ঠিকমতো বুঝে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন তিনি।

এদিকে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে ‘সন্ত্রাসীদের অবকাঠামো’ ধ্বংসের জন্য গাজার ভূখণ্ডের ভেতরে তল্লাশি চালিয়েছে তারা। গাজায় তল্লাশি চালিয়ে হামাসের হাতে জিম্মি থাকা বেশ কিছু মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে বলছে তারা। গাজার উত্তরাঞ্চলে বসবাসকারী ১১ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণে সরে যেতে বলেছে ইসরায়েলি বাহিনী।

গত সপ্তাহে ইসরায়েলে হামাসের হামলার পর এখন পর্যন্ত ১৩০০’র বেশি ইসরায়েলি মারা গেছেন। ইসরায়েলের ক্রমাগত বিমান হামলায় গত এক সপ্তাহে প্রায় দুই হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এই সংখ্যা বেড়েই চলেছে।

এখন পর্যন্ত মারা গেছেন, নিখোঁজ রয়েছেন বা জিম্মি অবস্থায় আছেন – এমন ১০০ জনেরও বেশি মানুষের একটি তালিকা তৈরি করেছে এএফপি।
যুক্তরাষ্ট্র ২৭ জন নিহত, থাইল্যান্ড ২৪ জন নিহত, ফ্রান্স ১৫ জন নিহত, নেপাল ১০ জন নিহত, আর্জেন্টিনা ৭ জন নিহত, ইউক্রেন ৭ জন নিহত, রাশিয়া ৪ জন নিহত, যুক্তরাজ্য ৪ জন নিহত, চিলি ৪ জন নিহত, অস্ট্রিয়া ৩ জন নিহত, বেলারুশ ৩ জন নিহত, কানাডা ৩ জন নিহত, চীন ৩ জন নিহত, ফিলিপিন্স ৩ জন নিহত, ব্রাজিল ৩ জন নিহত, পেরু ২ জন নিহত, রোমানিয়া ২ জন নিহত, অস্ট্রেলিয়া, জারবাইজান, ক্যাম্বোডিয়া, আয়ারল্যান্ড, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড, কলম্বিয়া, প্যারাগুয়ে: ১ জন নিহত জার্মানি, মেক্সিকো: বহু মানুষ জিম্মি, ইতালি, প্যারাগুয়ে, শ্রীলঙ্কা, তানজানিয়া: বহু মানুষ নিখোঁজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *