গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। তুলনামূলকভাবে ওই অঞ্চল কয়েক মাস ধরে শান্ত থাকার পর অশান্ত হয়ে উঠল।

ফিলিস্তিনি গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার গাজায় কৃষি জমিতে ইসরায়েলি হামলা চালানো হয়। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রকেট হামলার জবাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিমান গাজা উপত্যকায় হামাসের বেশ কয়েকটি ‘সন্ত্রাসী স্থাপনা’ লক্ষ্য করে আঘাত হেনেছে।

ইসরায়েলি সেনারা শুক্রবার অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তারা জানায়, জেনিন শহরে একটি গাড়ির ভেতর গুলিবিদ্ধ হন ওই তিন ফিলিস্তিনি।স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ঘটনার সময় জেনিনে তীব্র সংঘর্ষ চলছিল। তিন ফিলিস্তিনি গাড়িতে করে যাওয়ার সময় তাদের লক্ষ্য করে ইসরায়েলি সেনারা গুলি চালায়।

ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা আরো জানায়, ঘটনার সময় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করেও গুলি ছোড়া হয়েছে।

গতকাল ভোরে ইসরায়েলি সেনারা প্রায় ৩০টি সামরিক যান নিয়ে জেনিনে ‘অস্ত্র উদ্ধার’ অভিযান চালায়। ওই অভিযানকালে ফিলিস্তিনি নিহতের ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে দুটি এম-সিক্সটিন অ্যাসল্ট রাইফেল, কার্টিজসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার হয়েছে বলেও জানায় ইসরায়েলি সেনাবাহিনী।

আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *