দ্য নিউ ইয়র্ক টাইমসের ইনভেস্টিগেশন বিশ্লেষণ অনুসারে গাজা যুদ্ধের প্রথম ছয় সপ্তাহের মধ্যে ইসরায়েল তার সবচেয়ে বড় এবং সবচেয়ে ধ্বংসাত্মক বোমা ব্যবহার করেছে। দক্ষিণ গাজায় ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর এই বোমা ফেলেছে ইসরায়েল। অথচ তারাই প্রচার করেছিল, এই অঞ্চলটি গাজার সবচেয়ে বেশি নিরাপদ স্থান।
দ্য নিউইয়র্ক টাইমসের তদন্তে দেখা যায়, ইসরায়েলের প্রচারণায় বিভ্রান্ত হয়ে অনেক বেসামরিক ফিলিস্তিনি দক্ষিণ গাজায় গিয়ে আশ্রয় নেন। এই সময় ইসরায়েল ২ হাজার পাউন্ডের ভারী বোমাটি ফেলেছিল। এতে বড় ধরণের ক্ষতির সম্মুখীন হয়েছেন ওই অঞ্চলের লোকজন।
গোলাবারুদ বিশেষজ্ঞরা বলেন, গাজার হালকা বালুকাময় মাটিতে সাধারণত ২ হাজার পাউন্ড বোমা সেই আকারের গর্ত তৈরি করে। এই ধরণের ভারি বোমা মার্কিন যুক্তরাষ্ট্রও কখনো এতো ঘনবসতিপূর্ণ এলাকায় ফেলেনি।
দক্ষিণ গাজায় বোমার ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ইসরাইলি সেনাবাহিনী টাইমসকে বলেছে, ইসরাইলের শুরু থেকেই টার্গেট ছিল, তারা হামাসকে পূর্ণরূপে ধ্বংস করবে। সেজন্য তারা এরূপ বোমা ফেলেছিল। তবে তারা আগে থেকেই অনুমান করেছিল যে এই ধরণের হামলার কারণে প্রশ্নের মুখোমুখি হতে হবে।
টাইমস একটি কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জাম প্রোগ্রাম করেছে যাতে বোমার গর্তের জন্য দক্ষিণ গাজার উপগ্রহ চিত্র স্ক্যান করা যায়। টাইমস রিপোর্টাররা ম্যানুয়ালি অনুসন্ধানের ফলাফলগুলি পর্যালোচনা করছেন। প্রায় ৪০ ফুট জুড়ে বা তার চেয়ে বড় মাপের গর্তগুলি খুঁজছেন৷ সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, আল জাজিরা ও হারেটজ