গাজায় মসজিদে ও লেবাননে ইসরায়েলি হামলা, ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহহ

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

রবিবার সকালে গাজা ভূখণ্ডের একটি মসজিদে ইসরায়েলি হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। ইসরায়েল গাজার উত্তর ও বৈরুতের দক্ষিণাঞ্চলে বোমা হামলার তীব্রতা বাড়িয়েছে। এদিকে, ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় পাল্টা হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে হাইফা ও তিবেরিয়াস শহরে আঘাত হেনেছে হিজবুল্লাহর রকেট। আহত হয়েছে ১০ জন।

ভয়েস অফ আমেরিকা জানায়, গাজার মধ্যাঞ্চলের শহর দেইর আল-বালাহর মূল হাসপাতালের কাছে অবস্থিত মসজিদে বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন। সেখানে ইসরায়েলি হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। শহরের কাছে অবস্থিত বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবির হিসেবে ব্যবহৃত একটি স্কুলেও হামলার ঘটনায় আরও চার জনের প্রাণহানি ঘটে।

এছাড়া, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে ইসরায়েলি বিমান হামলায় সমগ্র আকাশ প্রজ্বলিত হয় এবং পুরো অঞ্চলে জোরালো বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হতে থাকে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বলছে, এই এলাকায় রাতভর ৩০ দফারও বেশি হামলা চালায় ইসরায়েল। গত ২৩ সেপ্টেম্বর ইসরায়েলের আকাশ হামলার অভিযান শুরুর পর এটাই লেবাননে সবচেয়ে বড় আকারের বিমান হামলা।

সংবাদ সংস্থা জানায়, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল বৈরুতের বিমানবন্দর অভিমুখী মূল মহাসড়কের একটি গ্যাস স্টেশন এবং চিকিৎসা সামগ্রী সংরক্ষণে ব্যবহৃত একটি গুদাম। রাতের কয়েক দফা হামলায় ধারাবাহিক বিস্ফোরণের সূত্রপাত হয়, যা থেকে ধারণা করা যায়, গোলাবারুদের গুদামঘর আক্রান্ত হয়েছিল।

হিজবুল্লাহর পাল্টা হামলার দাবী

হিজবুল্লাহ বলছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে একদল সেনার ওপর সফল হামলা চালিয়েছে। হামলায় “অসংখ্য রকেটের ব্যবহারে তাদেরকে (ইসরায়েলি সেনাদের) নিখুঁতভাবে আঘাত করা হয়।”

দু’সপ্তাহেরও কম সময়ে অন্তত ১,৪০০ লেবানিজ নিহত এবং ১২ লক্ষ মানুষ তাদের বাড়িঘর থেকে বিতাড়িত হয়েছে। নিহতদের মধ্যে সাধারণ বেসামরিক মানুষ, স্বাস্থ্য কর্মী রয়েছেন।

রয়টার্স জানায়, লেবানন ও ফিলিস্তিনের গাজায় গতকাল রোববারও নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এর মাঝেই ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় পাল্টা হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে হাইফা ও তিবেরিয়াস শহরে আঘাত হেনেছে হিজবুল্লাহর রকেট। আহত হয়েছে ১০ জন।

যুদ্ধ এখন আর শুধু গাজায় সীমাবদ্ধ নেই, বরং লেবানন-সিরিয়ায় একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজায় হামাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর বর্ষপূর্তির প্রাক্কালে লেবানন ও গাজায় হামলা এবং হাইফায় পাল্টা হামলার ঘটনা ঘটল।

স্থানীয় পুলিশ জানিয়েছে, রোববার হিজবুল্লাহর রকেটের আঘাতে হাইফায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ইসরায়েলি সংবাদমাধ্যমের খবর, হাইফা ছাড়াও দেশটির তিবেরিয়াস শহরে রকেট হামলা হয়েছে। সব মিলিয়ে ১০ জন আহত হয়েছেন। তবে হিজবুল্লাহ দাবি করেছে, তারা হাইফার দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ‘ফাদি ১’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *