গাজায় বিপুল সংখ্যক মানুষ হতাহত, আরো ৩ ইসরায়েলি সৈন্য নিহত

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় বিপুল সংখ্যক সাধারণ মানুষ হতাহত হবার খবর পাওয়া যাচ্ছে। একই ভাবে হামাসের সাথে ইসরায়েলি সেনাদের তীব্র লড়াই চলছে। এতে ইসরায়েলি সৈন্যও নিহত হচ্ছে।

ইসরায়েলি বাহিনী মঙ্গলবার আরো তিন সৈন্য নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেছে। তাদের মতে, গাজায় স্থল হামলা শুরুর পর ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার সংখ্যা দাঁড়াল ১৬১-এ। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মতে, হাজারের বেশি ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি মঙ্গলবার রাতে জানান, তাদের বাহিনী গাজার খান ইউনিসে অভিযান চালাচ্ছে। তারা সেন্ট্রাল ক্যাম্প নামক স্থানে যুদ্ধ করছে। তারা এখন নতুন পদ্ধতিতে এবং ভিন্ন বাহিনী নিয়ে লড়াই করছে এবং পরিস্থিতির আলোকে তাদের কৌশল পরিবর্তন করতে হচ্ছে।

দক্ষিণ গাজার সবচেয়ে বড় নগরী হলো খান ইউনিস। ইসরায়েল মনে করছে, হামাসের নেতারা এখানে অবস্থান করছেন। তাদের ধারণা, সোমবারও হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার এখানে ছিলেন। তিনি এখান থেকেই ইসরায়েলিদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণাটি দিয়েছিলেন। ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলার পর এটাই ছিল সিনওয়ারের প্রথম বার্তা।

এদিকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে সামরিক ক্ষয়ক্ষতি সত্ত্বেও এখনো পর্যন্ত হামাস তার সামরিক সক্ষমতা পুনর্গঠন করতে স্থিতিশীল এবং সক্ষম বলে ইসরায়েলি দুই সামরিক পর্যবেক্ষক জানিয়েছেন। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে ধ্বংস করার লক্ষ্য অর্জনের জন্য মার্কিন-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (আইএসডব্লিউ) এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট (সিটিপি)- এর মতে যুদ্ধ আরো ‘দীর্ঘায়িত’ করতে হবে।

এতে আরো বলা হয়, জাবালিয়া শহরকে ‘পরিষ্কার ও ধরে রাখার’ ইসরায়েলের প্রচেষ্টাকে চ্যালেঞ্জ করে হামাস গাজা স্ট্রিপের উত্তরে এখনো পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনি যোদ্ধারা গাজা স্ট্রিপের দক্ষিণেও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ‘ভারী লড়াই’ চালিয়ে যাচ্ছে।

পর্যবেক্ষকদের মতে, অধিকৃত পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনি যোদ্ধারা ২৫ ডিসেম্বর নয়টি স্থানে এবং ২৬ ডিসেম্বর চারটি স্থানে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হন। লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা দক্ষিণ লেবাননের সাথে ইসরায়েলের উত্তর সীমান্তে এই দুই দিনে ১৯টি হামলা চালান।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় প্রায় ২১ হাজার মানুষের প্রাণ গেছে, যাদের অধিকাংশ নারী ও শিশু। আহত হয়েছেন আরো অন্তত ৫৩ হাজার। সূত্র : আল-জাজিরা, টাইমস অব ইসরায়েল এবং অন্যান্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *