ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত নতুন তথ্য অনুসারে এবং স্থানীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, স্থল অভিযানের সময় গাজা উপত্যকায় নিহত ১০৫ ইসরায়েলি সৈন্যের মধ্যে ২০জন ‘ফেন্ডলি ফায়ার’ বা নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছ।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে নিহতদের ১৩ জন ফেন্ডলি ফায়ারে বিমান হামলা, ট্যাঙ্ক ফায়ার এবং বন্দুকযুদ্ধে প্রাণ হারিয়েছে ৷ কেউ কেউ দুর্ঘটনাবশত মিসফায়ার বা ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে বিস্ফোরক ছুঁড়ে মারার কারণেও মারা গেছে।
ইসরায়েলি মিডিয়া যোগ করেছে যে, ভুলভাবে হামাস যোদ্ধা হিসেবে চিহ্নিত হওয়ার পর কিছু সেনা নিহত হয়েছে।
হামাসের বিরুদ্ধে ইসরায়েলের স্থল অভিযানে গাজা শহরের ঘন এলাকাগুলিতে বর্তমানে হাজার হাজার পদাতিক বাহিনী, ট্যাঙ্ক এবং অন্যান্য সৈন্য রয়েছে।
সুত্র: আল জাজিরা ও টাইমস অব ইসরায়েল