গাজায় ইসরায়েলি হামলায় শতাধিক সাংবাদিক নিহত

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় ৩ মাসে ইসরায়েলি হামলায় শতাধিক সাংবাদিক নিহত হয়েছেন। এই তালিকায় সবশেষ যুক্ত হয়েছেন বার্তা সংস্থা আল রাই এজেন্সির উপ-পরিচালক আহমাদ জামাল আল মাধুন। গাজা কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গাজায় ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের হত্যা করছে ইসরায়েলি সেনারা। যুদ্ধ নিয়ে ফিলিস্তিনি কণ্ঠকে থামিয়ে দিতে ও সত্যকে আড়াল করতে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তথ্য পৌঁছাতে বাধা প্রদানের জন্য এসব করছে তারা। এমন দাবি গাজার জনসংযোগ দপ্তরের।

আন্তর্জাতিক ভাবে সংবাদকর্মীদের অধিকার নিয়ে সক্রিয় ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের সহ-সাধারণ সম্পাদক টিম ডসন বলেন, অবরুদ্ধ গাজায় অস্বাভাবিক সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন। আগে আর কোনো একক সংঘাতে এত সংখ্যক সাংবাদিক নিহত হননি।

গাজা সরকারের গণমাধ্যম সংস্থার কার্যালয় জানিয়েছে, চলতি বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ১০১ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। একই সময়ে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় সংবাদ মাধ্যমের অর্ধ-শতাধিক কার্যায়ল পুরোপুরি বা আংশিক ধ্বংস হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, তাদের অ্যারাবিক ক্যামেরাম্যান সামের আবুদাকাও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

এদিকে গত দুই দিনে ইসরায়েলি হামলায় ৩৯০ ফিলিস্তিনি নিহত এবং ৭৩৪ জন আহত হয়েছেন। এ নিয়ে ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি হামলায় ২০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫০ হাজারের বেশি মানুষ। ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন কয়েক হাজার।

২৩ লাখ মানুষের গাজায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রায় ৬ লাখ মানুষ ক্ষুধা ও অনাহারের মধ্যে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *