গাজায় ইসরায়েলি দুই সেনা ও এক অফিসার নিহত

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

গাজায় ইসরায়েলের রিজার্ভ অফিসার নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী (আইডিএফ)। নিহত সৈন্যের নাম ক্যাপ্টেন (রিজার্ভ) লিয়র সেভেন। তিনি হারেল ব্রিগেডের ৩৬৩ ব্যাটালিয়নের একজন অফিসার। এ সময় গিভাটি ব্রিগেডের রোটেম ব্যাটালিয়নের আরো এক পদাতিক সদস্য দক্ষিণ গাজায় আহত হয়। তাকে চিকিৎসার জন্য সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে কাসাম ব্রিগেডের হাতে আরো একজন অফিসার ও একজন সৈন্য নিহত হবার খবর প্রকাশিত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার সকালে গাজায় এই দুই সৈন্যের মৃত্যুর ঘোষণা দিয়েছে। নিহতদের নাম মাস্টার সার্জেন্ট ড্যানিয়েল ইয়াকভ বেন হারোশ (৩১) ও ক্যাপ্টেন রোটেম ইয়োসেফ লেভি (২৪)। সেনাবাহিনী আরও বলেছে যে দক্ষিণ গাজা উপত্যকায় লড়াইয়ে গোলানি ব্রিগেডের ১৩তম ব্যাটালিয়নের দুই সৈন্য গুরুতর আহত হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফ ঘোষণা করেছে, এ নিয়ে স্থল আক্রমণে নিহত সৈন্যের সংখ্যা ১৩৩ জনে উপনীত হয়েছে।

এদিকে ইসরাইলের সশস্ত্র বাহিনী আইডিএফ এর হাতে ভুলভাবে নিহত তিন ইসরায়েলি পণবন্দীর একজনের বাবা আভি শামরিজ এনবিসি নিউজের সাথে একটি সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলি সরকারের তীব্র সমালোচনা করেছেন।

সোমবার এনবিসি নিউজের হ্যালি জ্যাকসনকে তিনি বলেন, আমি এটা [সরকারকে] বলতে যাচ্ছি। আপনি আমার ছেলেকে দুবার খুন করেছেন। আপনি হামাসকে আমার ছেলেকে ৭ অক্টোবরে নিয়ে যেতে দিয়েছেন এবং আপনি আমার ছেলেকে ১৪ ডিসেম্বর হত্যা করেছেন।

নেতানিয়াহুর সরকার সম্পর্কে শামরিজ বলেন, তারা আমাদের সেবা করতে পারে না । তারা একটি দেশ হিসাবে, একটি সম্প্রদায় হিসাবে আমাদের যোগ্য নয়। তারা আমাদের নেতা নয়। তারা কেবল নিজেদের, তাদের চেয়ার ও তাদের বেতন নিয়ে চিন্তা করে। তারা পণবন্দীদের কথা ভাবছে না, তারা আমাদের কথা ভাবছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *