গাজায় ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

দখলদার ইসরায়েলের হামলায় প্রতিবাদে ফুসে উঠেছে গোটা বিশ্ব। ফিলিস্তিনের গাজায় ইসরাইলি নির্বিচার বোমা হামলা, বর্বর হত্যাযজ্ঞ ও অমানবিক অবরোধের প্রতিবাদে সারাবিশ্বের মতো বাংলাদেশেও উঠেছে প্রতিবাদের ঝড়।

ইসরায়েলের হামলায় অন্তত ১৪০০ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৬০ শতাংশ নারী ও শিশু। জাতিসংঘ বলেছে গাজায় ৩ লাখ ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত। হাসপাতালে কোনো ঠাই নেই।

শিফা হাসপাতালের মর্গে একসঙ্গে ৩০টি লাশ রাখা যায়। চিকিৎসকরা বলছেন, ইসরায়েলি হামলায় প্রতিদিন অসংখ্য ফিলিস্তিনি নিহত হচ্ছেন। বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধার করে আনলেও রাখার জায়গা হচ্ছে না।

দখলদার ইসরাইলের বাহিনীর হাতে অবরুদ্ধ গাজা উপত্যকায় এ পর্যন্ত ৪ হাজার টন ওজনের প্রায় ৬ হাজার বোমা ফেলার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রক্তাক্ত গাজা উপত্যাকা থেকে দখলদার ইসরাইলি বাহিনীকে সরে নেয়ার লক্ষ্যে পৃথিবীর দেশে দেশে প্রতিবাদ-বিক্ষোভ চলছেই।

গতকাল রাজধানী ঢাকাসহ সারাদেশের ইসলাইলি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। জুম্মার নামাজে মসজিদে দেখা গেছে মুসুল্লিদের ভিড়। রাজধানী ঢাকায় অনেক মসজিদের ভিতরে জায়গা না হওয়ায় বাইরে রাস্তায় ছালা-মাদুর বিছিয়ে নামাজ আদায় করেন মুসুল্লিরা।

জুম্মার নামাজের পর লাখ লাখ মুসুল্লি মিছিল নিয়ে রাজপথে নামেন। সকল মিছিলে এক আওয়াজ তোলেন- ‘দখলদার ইসরাইল নিপাত যাক, স্বাধীন ফিলিস্তিন মুক্তি পাক’।

জুম্মার খুৎবায় ফিলিস্তিনে দখলদার ইহুদি ইসরাইলির বিরুদ্ধে মুসলমানদের প্রতিরোধ গড়ে তোলা নিয়ে বয়ান করেন। মসজিদে মসদিজে নিহত ফিলিস্তিনিদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়।

এর আগে বৃহস্পতিবার সিপিবি, জাসদ, বাসদসহ বাম দলগুলো গাজায় ইসরাইলি বাহিনীর বোমাবর্ষণ, বর্বর হত্যাযজ্ঞ ও অমানবিক অবরোধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, যুগের পর যুগ ইসরাইলি দখলদারিত্ব, গণহত্যা, বর্বরতা প্রকাশ্যে নির্লজ্জভাবে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট, ইউরোপীয় দেশগুলো প্রমাণ করেছে তাদের মুখে মানবাধিকার, গণতন্ত্র, স্বাধীনতার কথা ভন্ডামি ছাড়া আর কিছুই নয়।

বক্তারা ফিলিস্তিনিদের জাতীয় মুক্তি ও স্বাধীনতা সংগ্রামের প্রতি জাসদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তারা বলেন, বেদখলকৃত ফিলিস্তিনি ভূমি থেকে ইসরাইলিদের চলে যাওয়া বা বিতাড়ন করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ।

এদিকে গতকাল রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনাসহ সারাদেশের জেলা শহর, উপজেলা শহর এমনকি গ্রামগঞ্জের হাজার হাজার মসজিদে জুম্মার নামাজের পর মুসুল্লিরা ইসরাইলি বর্বরোতার প্রতিবাদে বিক্ষোভ করেন।

মিছিলে ইহুদি ইসরাইলের বর্বরোতার বিরুদ্ধে শ্লোগান দেয়া হয় এবং সারাবিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিবাদ করার আহবান জানানা হয়।

এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরোচিত হামলায় মানবিক বিপর্যয় ঘটেছে। পানি, বিদ্যুৎ খাবার ওষুধ সরবরাহ বন্ধ করে দিয়েছে। ইহুদিদের রুখে দাঁড়াতে হবে। ৭৫ বছর ধরে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম অত্যাচার ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

ইসলামী ঐক্য আন্দোলন

বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশে ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, অবিলম্বে ফিলিস্তিনে ইসরাইলি হামলা বন্ধ করতে হবে। ইতিমধ্যে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইজরাইলি বাহিনীর বর্বর হামলায় কয়েক শত শত ফিলিস্তিনী নাগরিক নিহত ও কয়েক হাজার নাগরিক আহত এবং হাজার হাজার স্থাপনা ধ্বংস হয়েছে। বিশ্ববাসী কেন ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে না! আর কতকাল বিশ্ব মোড়লরা বোবা শয়তানের ভূমিকা পালন করবে? বিশ্ব মুসলমানের প্রতি আহ্বান, উঠুন জাগুন প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ুন। ফিলিস্তিনের স্বাধীনতা সমস্যার সমাধান মর্মে ঐক্যবদ্ধ হন।

বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেইটে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, মাওলানা ফারুক আহমদ, মাওলানা আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা মো. আবু বকর সিদ্দিক প্রমুখ।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে ফিলিস্তিনের গাজায় সন্ত্রাসী ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনের গাজায় মুসলমানদের নির্মূলে ইহুদী ইসরাইল এবং সাম্রাজ্যবাদী মার্কিনীরা একজোট হয়েছে। গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

নেতৃবৃন্দ অবিলম্বে মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ হয়ে বিশ্ব সন্ত্রাসী ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। দলের মহাসচিব শাইখুল হাদিস ড. আল্লামা গোলাম মহিউদ্দিন ইকরামের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন আব্দুল মালেক চৌধুরী, মুফতি জাকির হোসেন খান, মুফতি আবু সাঈদ, মুফতি ওলি উল্লাহ আরমান নিজাম উদ্দিন আদনান প্রমুখ। পরে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।

বাংলাদেশ খেলাফত আন্দোলন

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে বলেছেন, গত কয়েকদিনের ইসরাইলের বিমান হামলায় ফিলিস্তিনের গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। খাদ্য, পানি ও বিদ্যুৎ বন্ধ করে দেয়ায় মানবেতর জীবনযাপন করছেন তারা। ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষায় বিশ্ববাসীকে এগিয়ে আসা ঈমানী ও মানবিক দায়িত্ব হয়ে পড়েছে।

শুক্রবার বাদ জুমা ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসী হামলা বন্ধের প্রতিবাদে রাজধানীর কামরাঙ্গীরচরে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি একথা বলেন। মিছিলের নেতৃত্ব দিয়েছেন দলের আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফিজ্জী। সমাবেশে বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সুলতান মহিউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী প্রমুখ।

ইসলামী ঐক্যজোট

ফিলিস্তিনে নিরীহ নারী-পুরুষ ও শিশুদের উপর দখলদার ইসরাইলের ভয়াবহ বিমান হামলা ও অবরোধের প্রতিবাদে শুক্রবার বাদ জুম্মা ঢাকার লালবাগ শাহী মসজিদের পূর্ব গেইট থেকে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়ে লালবাগ চৌরাস্তা, ঢাকেশ্বরী রোড হয়ে আজিমপুর এতিমখানার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেছেন, ফিলিস্তিনে ইসলাম, মুসলমানদের নির্মূলের মহড়া চলছে। মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া দখলদার ইসরাইল গাজায় নিরপরাধ নারী, শিশু ও বয়স্কদের নির্বিচারে গুলি করে বোমা মেরে হত্যা করছে।

ইমাম খতিব ঐক্য পরিষদ

ফিলিস্তিনের গাজায় সন্ত্রাসী ইসরাইলি বর্বর হামলা হত্যাযজ্ঞের প্রতিবাদে গতকাল বাদ জুমা তেজগাও রহিম মেটাল জামে মসজিদ এলাকা থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল পূর্ব সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিশ্ব সন্ত্রাসী ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি মুসলমানদের নির্মূল করার লক্ষ্যে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ইমাম সমাজ বাংলাদেশ

ইমাম সমাজ বাংলাদেশের উদ্যোগে বাদ জুমা চকবাজার শাহী মসজিদ চত্বরে মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে মহাসচিব মুফতি মিনহাজ উদ্দিন বলেন বলেন, পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলের বিরুদ্ধে একটি বাহিনীর গঠন করে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করতে হবে। চকবাজার শাহী মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে লালবাগ শাহী মসজিদ প্রদক্ষিণ করে গোর এ শহীদ মাজার চত্বরে গিয়ে সভাপতি ক্বারী আবুল হোসেনের দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের অধিবেশন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আশিকুর রহমান জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ বলেন, ফিলিস্তিনের মুসলিম যুবক ও তরুণরা জেগেছে তাদের মাতৃভূমি উদ্ধারে। বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে ফিলিস্তিন জনগণের পক্ষে দাাঁড়াতে ও সহযোগিতা করতে হবে। পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে অনুষ্ঠিত অধিবেশনে অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবু সাইদ নোমান, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আজিজুর রহমান হেলাল।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকীব এক বিবৃতিতে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ইসরাইল বিশ্বের জন্য এক বিষফোঁড়া। বিশ্বের সকল শান্তিকামী দেশ, সংস্থা-সংঘ ও জনগণের উচিৎ ঐক্যবদ্ধভাবে এই বিষফোঁড়ার মূলোৎপাটন করা।

বাংলাদেশ ইসলামী ঐক্য জোট

বাংলাদেশ ইসলামী যুবজোট বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেইটে ফিলিস্তিন জনগোষ্ঠীকে নির্মূল করার লক্ষ্যে গাজায় গণহত্যাসহ নানা নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। ইসলামী যুবজোট সভাপতি সৈয়দ মো. সাইদ হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট মহাসচিব আল্লামা মুফতি মনিরুজ্জামান রব্বানী, মো. আমজাদ হোসেন খোকন, রিয়াজ আহমেদ।

কেরাণীগঞ্জ

কেরাণীগঞ্জের রুহিতপুরে গতকাল বাদ জুমা ফিলিস্তিনে ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন বাতিল প্রতিরোধ পরিষদের সভাপতি হাজী জালাল উদ্দিন বকুল। ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার বাদ জুমা সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ফিলিস্তিনী মুসলমানদের উপর ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন, গণহত্যা, নিপীড়ন ও দখলদারিত্বের প্রতিবাদ এবং তাদের স্বাধীনতা সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করে গতকাল শুক্রবার চট্টগ্রামে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বাদ জুমা আন্দরকিল্লা শাহী জামে মসজিদ ও জমিয়াতুল ফালাহ থেকে কয়েকটি ইসলামি সংগঠন মিছিল বের করে। এছাড়া নগরীর আরো কয়েকটি এলাকায় তৌহিদী জনতা ও ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে সমাবেশ ও মিছিল বের করা হয়। সমাবেশ থেকে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানানো হয়।

আন্দরকিল্লার সমাবেশে নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সরওয়ার কামাল আজিজী বলেন, অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করুন নইলে মুসলিম বিশ্ব একজোট হয়ে পৃথিবীর মানচিত্র থেকে ইসরাইলকে মুছে ফেলা হবে। সরকারকে আহ্বান জানাই বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের পক্ষে পাশে দাঁড়ানোর ঘোষণা করুন। গাজায় নিরীহ নারী পুরুষ শিশু নির্বিচারে গণহত্যা বন্ধ করার আহ্বান জানান। গাজায় ইসরাইল কর্তৃক খাদ্য, পানি, বিদ্যুৎ বন্ধ করে দিয়ে অন্ধকারে একটি অঞ্চলকে ডুবিয়ে রাখা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্গন করছে। নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নগর আমির আল্লামা মনজুরুল কাদের চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন রব্বানীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রহমান চৌধুরী, শায়খুল হাদীস মাওলানা জিয়াউল হোসাইন, দক্ষিণ জেলা আমীর মাওলানা আতাউল্লাহ আল হোসাইনী, মাওলানা ক্বারী ফজলুল করিম জিহাদী, সংগঠন সচিব মাওলানা এনামুল হক কুতুবী, অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, মাওলানা মাহমুদুল হক সাদেকী, মাওলানা এম এ কাসেম ইসলামাবাদী, মাওলানা মাহমুদুল করিম কাসেমী, মাওলানা নূর মোহাম্মদ কিবরিয়া প্রমুখ।

এদিকে প্যালেস্টাইনের গাজা উপত্যকাসহ বিভিন্ন অঞ্চলে মার্কিন মদদপুষ্ট জায়নবাদী ইসরাইলী হামলা ও ঐ এলাকা জনমানবশূন্য করার পরিকল্পনার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলা নগরীর চেরাগি পাহাড় চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে। সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি জেলার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, সম্পাদক মন্ডলীর সদস্য উত্তম চৌধুরী, সহকারী সাধারণ সম্পাদক নুরুছাফা ভূঁইয়া প্রমুখ।

সমাবেশে নেতারা বলেন, দীর্ঘদিন ধরে প্যালেস্টাইনকে নিশ্চিহ্ন করার পরিকল্পনাসহ জনগণের উপরে ইসরাইলী নৃশংসতার প্রতিবাদে প্যালেস্টাইন গর্জে উঠেছে। এটা তাদের নায্য সংগত সংগ্রাম। জায়নবাদী ইসরায়লি বাহিনী যেভাবে প্যালেস্টাইনের বিভিন্ন এলাকায় বর্বরোচিত হামলা চালিয়েছে তা নজিরবিহীন। প্যালেস্টাইনের নিরীহ জনগণের উপর এভাবে অব্যাহতভাবে হামলা চালিয়ে বর্তমান ইসরাইলি সরকার মধ্যপ্রাচ্যের নব্য সন্ত্রাসবাদী হিসেবে আবির্ভূত হয়েছে। তারা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্যালেস্টাইনের জনগণ পূর্ণ সমর্থন দিয়েছিল। আজ বর্তমান সরকারের উচিত এই হামলার আনুষ্ঠানিকভাবে নিন্দা করা এবং প্যালেস্টাইনের স্বাধীনতা সংগ্রামের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করা।

গাউসিয়া কমিটির বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলা ও অবরোধের প্রতিবাদ মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস দখল মুক্ত করার দাবিতে গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি তছকির আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুল আলম। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাহবুবুবুল হক খান, আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা জামেউল আখতার চৌধুরী, মাস্টার মোহাম্মদ আবুল হোসাইন। বক্তব্য রাখেন খাইর মোহাম্মদ, মোহাম্মদ হাসান, মুহাম্মদ মুনির উদ্দিন সোহেল, মকবুল আহমদ খান, হাজী সেকান্দর মিয়া, সাবের আহমদ, হাজী আবুল বশর প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন ৭৫ বছর ধরে ইসরাইলী সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম অত্যাচার ও নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। ইসরাইল পর্যায়ক্রমে ফিলিস্তিনে যে নারকীয় তা-ব করে যাচ্ছে সে বিষয়ে জাতিসংঘ কার্যকর কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা জাতিসংঘ এবং ওআইসিকে অতি সত্ত্বর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানান। বক্তারা আরোও বলেন, চলমান এ যুদ্ধ ছড়িয়ে পড়লে গোটা বিশ্ববাসীর অপূরনীয় ক্ষতি ডেকে আনবে। যুদ্ধ কোনো সমাধান নয়।

রাজশাহী

গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। গতকাল জুম্মা নামাজের পরে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট বড় মসজিদ প্রাঙ্গণে কয়েকটি ইসলামী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আহলে হাদিস জামায়াত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা এসএম আব্দুল লতিফ, জাতীয় ইনসাফ পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম আযম, বাংলাদেশ আহলে হাদিস ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি তৌহিদ বিন তোফাজ্জল হক, জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলার সভাপতি মাওলানা মাহমুদ মোস্তফা আল মারুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর শাখার সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকীসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব।

বগুড়া

ফিলিস্তিনে ইসরাইলের অবৈধ ও নির্মম হামলা ও দখলদারিত্বের বিরুদ্ধে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা বগুড়া শহরতলীর কারবালা মসজিদ থেকে মুসল্লিরা মিছিল বের হয়ে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মুফতি কাজী ফজলুল করিম রাজু, মুফতি মনোয়ার হোসেন ও ইঞ্জিনিয়ার শামসুল আলম।

বরিশাল

ফিলিস্তিনের গাজায় ইসরাইলীদের বর্বর হামলার প্রতিবাদে বরিশালে ওলামা-মাশায়েখ পরিষদ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল বিকেল নগরীর কে.বি হেমায়েত উদ্দিন রোডে জামে কসাই মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনের সামনে সমাবেশে মিলিত হয়। ওলামা-মাশায়েখ পরিষদের বরিশাল মহানগর শাখাার উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে মাওলানা কামরুল ইসলাম খান, মাওলানা মাহমুদুন্নবী ও মাওলানা ইউসুফ আলী গাজী প্রমুখ বক্তব্য রাখেন।

নেত্রকোনা

নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা আবুল কাসেম, মুফতি আফজাল হোসেন রাহমানী, মাওলানা আব্দুল বাতেন, মুফতি নুরুল ইসলাম হাকিমি, মাওলানা নুরুল্লাহ ভুইয়া, মাওলানা ইউনুুস, প্রমুখ।
গাজীপুর জেলা সংবাদদাতা জানান, জুমা নামাজের পর গাজীপুরের নগরীর বিভিন্ন পাড়া মহল্লার মসজিদের মুসল্লীরা খ- খ- মিছিল নিয়ে সড়ক মহাসড়কগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এসে সমবেত হন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার, টঙ্গী স্টেশন রোড, কলেজ গেট, শালিকচূড়া ও তা’মীরুল মিল্লাত গেট, বোর্ড বাজার কেন্দ্রীয় মসজিদ, ভোগড়া বাইপাস মোড়, চান্দনা চৌরাস্তা ও নগরীর রেলগেট কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশে বক্তারা জায়নবাদী দখলদার ইসরাইল রাষ্ট্র পৃথিবীর মানচিত্র থেকে মূছে ফেলে ফিলিস্তিনীদের ভূখ- বুঝিয়ে দেওয়ার জন্য বিশ^ মুসলিম নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

গাজীপুর

ভোগড়া বাইপাস মোড়ে গাজীপুর মহানগর ওলামা পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মুফতি লেহাজ উদ্দিন ভুইয়া, মাওলানা ফজলুর রহমান, মুফতি আব্দুল মান্নান, মাওলানা আলমগীর হোসাইন, হাফেজ সাইফুল ইসলাম, মাওলানা ওয়াহিদুল ইসলাম প্রমুখ।
মৌলভীবাজার জেলা সংবাদদাতা জানান, জুমার নামাজের পর মৌলভীবাজার শহরে বিক্ষোভে নামে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। সমাবেশে ইসলামী আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা এম.এ কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সোলাইমান আহমদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা সোলাইমান আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী।

শ্রীমঙ্গল

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন জামে মসজিদের সামনে থেকে শ্রীমঙ্গল ইমাম মুয়াজ্জিন পরিষদের ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল করে। সমাবেশে সভাপতিত্ব করেন ইমাম মুয়াজ্জিন পরিষদের নির্বাহী সভাপতি, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফেরদাউস আহমদ মাধবপুরী।

ফরিদপুর

ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ইমাম কল্যাণ ফাউন্ডেশন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা কেয়ামত আলী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মনসুর রহমান, মাওলানা আব্দুল কাইয়ুম, মুফতি মাহমুদ হাসান ফায়েক, সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসাইন প্রমুখ।

পটুয়াখালী

ইসরাইলী বিরোধী স্লোগান দিয়ে পটুয়াখালী জেলা শহরের অলীগলি প্রকম্পিত করে মিছিল নিয়ে পটুয়াখালী শহীদ আলাউদ্দিন উদ্যান শিশু পার্কে জেলা ইমাম পরিষদ বিক্ষোভ সমাবেশ স্থলে একত্রিত হয় মুসল্লিরা। গতকাল জুমা বাদ দুপুরে শহীদ আলাউদ্দিন শিশু পার্কে জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো. আবু সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাদেরের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইমাম পরিষদের সহ-সভাপতি মাওলানা মো. আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদ মাওলানা মো. শহিদুল ইসলাম প্রমুখ।

ফেনী

ফেনীর ছাগলনাইয়া বাগানবাড়ি খানকায়ে ছালেহীয়া মোহেব্বীয়া দ্বীনিয়া কমপ্লেক্সে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, যুব হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লার ছাগলনাইয়া উপজেলা ও ফেনী জেলা শাখার নেতৃবৃন্দসহ সর্বস্তরের তৌহিদী জনতা।
চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গার স্থানীয় শহীদ হাসান চত্বরের মুক্তমঞ্চে ওলামা পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতি জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ওলামা পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সচিব।

ভোলা

ভোলা জেলা ঈমান আকিদা সংরক্ষণ ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আহ্বানে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছ। গোরস্থান জামেয়া ইসলামিয়া মোহাম্মদীয়া মাদরাসা মুহতামিম মাওলানা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন খলিফা পট্রি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো. মুজির উদ্দিন, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, নাছির মাঝি মাদরাসার মুহতামিম মাওলানা মো. বশির উদ্দিন, ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যাক্ষ ও ভোলা জেলা জামিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম প্রমুখ।

হেফাজতে ইসলাম

চট্টগ্রাম হাটহাজারিতে বাদ জুমা হেফাজতে ইসলামের এক বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে হেফাজতে ইসলামের হাজার হাজার নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ শরীক হন। হেফাজতে ইসলামের নায়েবে আমীর আল্লামা হাফেজ মুহাম্মদ শোয়াইব জমিরী (দা.বা.) এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী (দা.বা.)।

তিনি বলেন, ইহুদীবাদি অবৈধ রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনী মুসলমানদের উপর ভয়াবহ জুলুম চালাচ্ছে। তাদের দেশ অবৈধভাবে দখল করে তাদেরকে বাস্তুচ্যুত করে রেখেছে। একই সাথে তাদের উপর নিপীড়ন, হত্যাযজ্ঞ চালাচ্ছে। এটা শুধু মুসলিম নিপীড়নই নয়, বরং ভয়াবহ পর্যায়ের মানবতাবিরোধী অপরাধও। আমাদের যদি সামর্থ থাকতো, তাহলে ফিলিস্তিনী মুসলমানদের সাথে মিলে ইহুদিবাদী জালেম ইসরাইলের বিরুদ্ধে জিহাদে আমরাও শরীক হতাম। আমাদের যেহেতু সেই সুযোগ নেই, তাই আমরা তাদের স্বাধীনতা সংগ্রামের প্রতি সর্বাত্মক সংহতি ও সমর্থন প্রকাশ করছি।

হেফাজত আমীর একই সাথে উলামা-মাশায়েখ ও তাওহিদী জনতার প্রতি ইহুদীবাদি আগ্রাসী ইসরাইলের ধ্বংস ও ফিলিস্তিনী মুসলমানদের বিজয় ও নিরাপত্তা কামনা করে দেশব্যাপী মসজিদে মসজিদে কুনুতে নাযেলার আমলের আহ্বান জানান। বক্তব্য শেষে হেফাজত আমীর ফিলিস্তিনী মুসলমানদের মুক্তি ও হেফাজতের লক্ষ্যে মহান আল্লাহর সাহায্য কামনা করে দোয়া পরিচালনা করেন। এর আগে হাটহাজারী পৌর হেফাজতের সভাপতি মাওলানা মীর ইদরিসও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

কিশোরগঞ্জ

বাজিতপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ইমাম উলামা পরিষদের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল আহাদ, হাফেজ মাওলানা আবদুস সাত্তার, মাওলানা হাবিবুর রহমান।

সুনামগঞ্জ

দিরাই (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, সুনামগঞ্জের দিরাইয়ে পৌর জমিয়তের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। জমিয়তে উলামায়ে ইসলাম দিরাই পৌর শাখার আহ্বায়ক হাফিজ মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা ওবায়দুল হক চৌধুরীর সার্বিক পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন মাওলানা মুহিউদ্দিন কাসেমী, মাওলানা মুখতার হোসেন চৌধুরী, মাওলানা ইব্রাহিম খলিল প্রমুখ।
গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, গফরগাঁও উপজেলা উলামা সমিতি ও ইত্তেফাকুল উলামা উপজেলা শাখার উদ্যোগে গতকাল বাদ জুম্মার পর গফরগাঁও রেলস্টেশন চত্বরে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়। উপজেলা শাখা উলামা সমিতির সভাপতি হাফেজ মাওলানা নুরূল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা হাদিউল ইসলাম, মো. আজিজুর রহমান ও মো. আনোয়ার আসাদী প্রমুখ।

যশোর

যশোর কেশবপুরের কেন্দ্রীয় জামে মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে ফিলিস্তিনের মুসলিম শহিদ এবং আহতদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়ছে। নামাজ শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মুস্তাফিজুর রহমান আজাহারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *