গতকাল নিহত ৫৬, তিনদিনে অন্তত ১০০

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

সমকালের প্রধান শিরোনাম ‘সহিংসতায় নিহত ৫৬, কারফিউ জারি’। খবরে উঠে এসেছে বুধবার থেকে তিনদিন ধরে চলা সহিংসতায় সারা দেশে অন্তত ১০০ জন মারা গেছেন। এর মধ্যে শুক্রবার শুধু ঢাকায় সহিংসতায় মারা গেছে অন্তত ৪৪ জন।

শুক্রবার রাত থেকে যে কারফিউ জারি করা হয়েছে, সেটি কতদিন চলবে, এমন প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান বলেছেন যতদিন পরিস্থিতি শান্ত না হয় ততদিন কারফিউ চলবে।

সমকালের আরেকটি শিরোনাম, ‘জেলায় জেলায় অসংখ্য সরকারি স্থাপনায় আগুন’। প্রতিবেদনে বলা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে শুক্রবারও অসংখ্য সরকারি অফিস ও যানবাহনে হামলা, ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে।

বিভিন্ন স্থানে পুলিশ-বিজিবির সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থী এবং বিএনপি-জামায়াত নেতাকর্মীর সংঘর্ষ হয়েছে। এ সময় যারা আহত হয়েছেন তাদের মধ্যে পুলিশ, র‍্যাব, বিজিবি সদস্য ও সাধারণ মানুষ রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *