আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, গণভোট কবে হবে, সে বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুতই সিদ্ধান্ত দেবেন। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আজ বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।
আসিফ নজরুল জানান, সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকব। আমরা সহায়তা করার জন্য থাকব। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন না, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা দ্রুতই নেবেন।
আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দল এককভাবে তাদের সিদ্ধান্ত সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে জুলাইয়ের চেতনা কোথায় থাকে? ২৭০ দিন আলাপ আলোচনার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে এ অনৈক্য হতাশাজনক। আগে বিষয়বস্তু নিয়ে বিরোধ ছিল। এখন গণভোটের তারিখ নিয়ে দ্বিমত তৈরি হয়েছে। তবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে তিনি দৃঢ়তা প্রকাশ করেন।

