আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন- এই তিন দলের সমন্বয়ে হয়েছে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’।
আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেওয়া হয়। জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য ঘোষণা শীর্ষক এই সংবাদ সম্মেলনে তিন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে নতুন জোটের ঘোষণা দেন। তার সঙ্গে ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা হাসনাত কাইয়ূম।
বক্তব্যে নাহিদ ইসলাম বলেন,দীর্ঘদিন ধরে আমরা একটি ঐক্যপ্রক্রিয়ার মধ্য দিয়ে আসছি। তিন দল মিলে একটি শক্তিশালী ঐক্য গড়ে তুলেছি। এই প্রক্রিয়া চলমান থাকবে। পরিবর্তনের পক্ষে থাকা অন্যান্য রাজনৈতিক দলকেও আমরা এই ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহ্বান জানাই।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য সবাই ঐক্য চায়। পুরনো বন্দোবস্তে মানুষ অতিষ্ঠ। নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনে আমরা সবার সহযোগিতা চাই। ভুল-ত্রুটি থাকতে পারে, তবে আজ আমরা একটি নতুন যাত্রা শুরু করলাম। আমরা ঘোষণা করছি,জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট নিয়ে তিনটি দল ঐক্যবদ্ধভাবে পথচলা অব্যাহত রাখবে। সবাইকে এতে যুক্ত হওয়ার আহ্বান জানাই।
হাসনাত কাইয়ূম বলেন, আজকের যাত্রা তিন দল নিয়ে হলেও ভবিষ্যতে এই জোট আরও বিস্তৃত হবে বলে আমরা বিশ্বাস করি। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, এই জোট ভবিষ্যৎ রাজনীতি ও আসন্ন জাতীয় নির্বাচনে যৌথভাবে কাজ করবে এবং গণতান্ত্রিক সংস্কার, ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ও দায়বদ্ধ রাজনীতি (Accountable Politics) প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগ নেবে।

