ক্ষমা | ফাহিম ফয়সাল

ছড়া-কবিতা সময় সাহিত্য
শেয়ার করুন

ক্ষমা
গীতিকবি, সুর ও সংগীত: ফাহিম ফয়সাল
কণ্ঠ: ফাহিম ফয়সাল

জীবনে যদি কখনো
ভুল করে ভ্রষ্ট হই
ছায়া হয়ে তুমি মালিক
পাশে থেকো,
ভুলে যদি যাই তোমাকে
পৃথিবীর মোহে পড়ে
হেদায়েত দিও প্রভু
এই হৃদয়ে।

ক্ষমা করো ইয়া মাবুদ
আমাদের, কবুল করো
যেনো মোরা চলি চিরদিন
আলোয় রাঙা, তোমারই পথে।
ক্ষমা করো ইয়া মাবুদ
আমাদের, কবুল করো
যেনো মোরা চলি চিরদিন
তোমার দেখানো সেই, সরল পথে।।

🎶 যখনি জেনে বুঝে
পাপের পথে
লালসায় জড়িয়ে
পা বাড়াই।

তখন তুমি ভুল সুধরাতে
সময় সুযোগ দাও,
দ্বীনের পথে যেন ফিরে আসি
তাই তুমি চাও।
ওগো রহমান……

ক্ষমা করো ইয়া রাহিম
ইবাদত, কবুল করো
যেনো মোরা থাকি অবিচল
সরল সঠিক, পূণ্য পথে।
ক্ষমা করো ইয়া মাবুদ
আমাদের, কবুল করো
যেনো মোরা চলি চিরদিন
আলোয় রাঙা, তোমারই পথে।।

🎶 তোমারি রহমত
চাইযে মাবুদ,
রোজ হাশরের দিনে
বিচার মাঠে।

সৃষ্টি কুলের স্রষ্টা তুমি
রাব্বুল আল আমিন,
তোমার হুকুমে চলে অবিরত
আসমান আর জমিন,
মেহেরবান……

ক্ষমা করো ইয়া রাহিম,
আমাদের কবুল করো
যেনো মোরা থাকি চিরদিন
তোমার রাসূলের সঠিক পথে,
ক্ষমা করো ইয়া মাবুদ
আমাদের কবুল করো
যেনো মোরা চলি চিরদিন
আলোয় রাঙা, তোমারই পথে।।

ক্ষমা করো ইয়া রাহিম
ইবাদত, কবুল করো
যেনো মোরা থাকি অবিচল
সরল সঠিক, পূণ্য পথে।
ক্ষমা করো ইয়া মাবুদ
আমাদের, কবুল করো
যেনো মোরা চলি চিরদিন
আলোয় রাঙা, তোমারই পথে।।

সূফী গান ‘ক্ষমা’ শুনুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *