ক্রোধকে অতিক্রম করে মহাপ্রভুর রহমত : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. আপনার জীবনের এই যাত্রার জন্য শুকরিয়া আদায় করুন। তবে মনে রাখবেন, এই জীবন ক্ষণস্থায়ী এবং নিখুঁত নয়। এটা কখনই হবে না। প্রতিটি নতুন দিনের জন্য সর্বশক্তিমানকে ধন্যবাদ জানান। কারো জন্য আগামীকাল নিশ্চিত আসবার প্রতিশ্রুতি নেই।

দুই. সর্বশক্তিমান. আমি আমার বেদনা, আমার যন্ত্রণা, আমার হৃদয়ের ব্যথা, আমার দুঃখ, আমার বিভ্রান্তি, আমার গাফিলতির মধ্যেই আপনাকে বিশ্বাস করি। আমি জানি আপনার রহমত আপনার ক্রোধকে অতিক্রম করে। এই কারণেই আমি কখনও আশা হারাই না, আমার পাপ এবং আমার সীমালঙ্ঘন সত্ত্বেও, আমি আপনাকে বিশ্বাস করি। আমার সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

তিন. নিচু মনের হবেন না। নিজেকে স্থবির মানসিকতার বানাবেন না এবং কাউকে বিশালকায়, বপুধারী, স্থূল, চিকনা, কেশল ইত্যাদি হিসাবে চিহ্নিত করবেন না। সর্বশক্তিমান আমাদের সকলকে আমাদের নিজের মতো করে বিশিষ্ট করেছেন। প্রত্যেকের নিজস্ব স্বতন্ত্র গুণ রয়েছে। তাই অন্যজন নিয়ে ধারণা বা মন্তব্য করা বন্ধ করুন এবং তাদের ব্যক্তি হিসাবে দেখুন।

পূনশ্চঃ

এক. যখন এমন একটি সমস্যার মুখোমুখি হন যা আপনাকে হতাশ করে, এটিকে তখন একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করুন। দেখুন, এই সবের মধ্যে সর্বশক্তিমান আপনাকে কি শিক্ষা দিচ্ছেন? আপনার শেখার জন্য এখানে সবচেয়ে বড় পাঠ কী? এটি কেবল আপনার বিশ্বাসকে শক্তিশালী করবে না, একই সাথে এটি আপনাকে আরও সক্রিয় করে তুলবে।

দুই. সর্বশক্তিমান। আমাদের প্রতি আপনার করুণা দান করুন, আমাদের ভয় এবং উদ্বেগ দূর করুন, আমাদের কষ্ট দূর করুন এবং আমাদের হৃদয়ে শান্তির রাজত্ব প্রতিষ্ঠা করুন। আমাদের পথে পাঠানো পরীক্ষা মোকাবেলায় ধৈর্য ও প্রজ্ঞা দান করুন। এই কঠিন সময়ে আমাদের বিশ্বাসে দৃঢ় রাখুন। আমীন।

তিন. এ বিষয়টিকে আয়ত্তে আনুন এবং আপনি পরিতৃপ্তির জীবন যাপন করবেন। আপনার পালা আসার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করুন। এটি আগে বা পরে আসবেই। ততক্ষণ পর্যন্ত অন্যদের জন্য সুভকামনা জানাতে থাকুন। তাদের প্রতি কৃপায় রুষ্ট হবেন না। জীবনটা আসলেই এতটা সহজ!

চার. আন্তরিক প্রার্থনার অপরিসীম ক্ষমতাকে কখনই কম ভাববেন না। এটি আপনার অন্তরকে প্রশান্তি দেয়। নিজেকে চাপ থেকে মুক্ত রাখুন। শুধু প্রার্থনা করে যান। এটি যদি আপনি স্বস্তির জন্য উপায় হিসাবে ব্যবহার করেন তবে সর্বশক্তিমান আপনার মনে প্রশান্তি দেবেন। আমাদের এখন আগের তুলনায় এর আরও বেশি প্রয়োজন। আর মনে রাখবেন প্রার্থনা সবকিছু বদলে দেয়!

দ্রষ্টব্য

তোমরা হতাশ হয়ো না এবং দুঃখ কোরো না, যদি তোমরা মুমিন হও, তবে তোমরা জয়ী হবেই। (সুরা আলে ইমরান: ১৩৯)

তিনি অসহায়ের আহ্বানে সাড়া দেন, যখন সে তাঁকে ডাকে এবং তিনি বিপদ-আপদ দূর করে দেন। (সূরা নামল: ৬২)

হে ইমানদারগণ! তোমরা ধৈর্য ধারণ করো এবং দৃঢ়তা অবলম্বন করো আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল হতে পারো। (সূরা আলে ইমরান: ২০০)

তারা (ফেরেশতারা) বলল, আমরা আপনাকে সত্য সুসংবাদ দিচ্ছি; আপনি নৈরাশ্যবাদীদের অন্তর্ভুক্ত হবেন না। তিনি (ইব্রাহিম আ.) বললেন, আপন প্রভুর রহমত থেকে কে নিরাশ হতে পারে পথভ্রষ্টরা ব্যতীত? (সূরা হিজর: ৫৩-৫৬)

যারা বিশ্বাস করে এবং তাদের অন্তরগুলো আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি লাভ করে, জেনে রাখো, আল্লাহর স্মরণ দ্বারা অন্তর শান্তি পায়।’ (সূরা রাআদ: ২৮)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *