কোলেস্টেরল থেকে বাঁচতে এড়িয়ে চলবেন যেসব খাবার

ফিচার লাইফ স্টাইল সাম্প্রতিক
শেয়ার করুন

মানবজীবনে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। নয়তো এর হাত ধরেই শরীরে আরও রোগ বাসা বাধতে পারে।
প্রতিটি মানুষকেই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকের পরামর্শ মতো চলতে হবে। ওষুধের ওপর ভরসা রাখা ছাড়াও প্রতিদিনের খাওয়া-দাওয়াতেও আনতে হবে রদবদল।

শরীরে কোলেস্টেরল থাকলে বেশ কিছু খাবার খাওয়া উচি নয়। কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে কোনো খাবারগুলো এড়িয়ে চলতে হবে তা জেনে রাখা আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ।

তেলে ভাজা খাবার: সুস্থ থাকতে তেল-মসলাদার খাবার খাওয়ার কথা বলে থাকেন চিকিৎসকরা। কোলেস্টেরল থাকলে সেই বিধি নিষেধ আরও কঠোরভাবে পালন করা জরুরি। হোটেল কিংবা বাসা বাড়ীতে তৈরি ডুবো তেলে ভাজা যেকোনো খাবার কোলেস্টেরলের রোগীদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। সুস্থ থাকতে এ ধরনের খাবার এড়িয়ে চলুন।

ডিম: ডিম স্বাস্থ্যকর একটি খাবার। ডিমে থাকা অসংখ্য পুষ্টিগুণ যে শরীরের যত্ন নেয়, তাতে কোনো সন্দেহ নেই। পুষ্টিগুণের পাশাপাশি ডিমে রয়েছে ভরপুর কোলেস্টেরলও। কোলেস্টেরলের মাত্রা বেশি থাক কিংবা কম, এই রোগ একবার শরীরে বাসা বাঁধলে ডিম খাওয়া বন্ধ করে দিন। একটা ডিমে প্রায় ২শ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। তাই যাদের কোলেস্টেরল রোগীরা ডিম এড়িয়ে চলুন।

মিষ্টি: মিষ্টির মিষ্টি যে শুধু ডায়বিটিসের মাত্রা বাড়িয়ে দিতে পারে, তা কিন্তু নয়। উচ্চ কোলেস্টেরলের মাত্রাও এক ধাক্কায় অনেকটা বেড়ে যেতে পারে মিষ্টি খেলে। দীর্ঘদিন সুস্থ থাকতে ও শরীর ভালো রাখতে হলে মিষ্টি খাওয়ার অভ্যাস বন্ধ করুন আজই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *