কেউ যেতে চাইলে আটকানোর চেষ্টা করবেন না : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. আপনার জীবনে মানুষ আসবে আর যাবে। এটা এভাবেই ঘটবে। এ নিয়ে চিন্তা করবেন না। যারা চলে যেতে চায় তাদের সাথে আটকে থাকার চেষ্টা করবেন না। সর্বশক্তিমান আপনার পথের মধ্যে সম্পূর্ণ অপরিচিতদের রাখবেন, যেখানে আপনার থাকার কথা নয় সেখানে আপনি থাকবেন। আস্থা ও বিশ্বাস রাখুন তাঁর ওপর।

দুই. সর্বদা সতর্ক থাকুন। প্রলোভনের দরজা বন্ধ করুন এবং শয়তানের তীরগুলিকে প্রবেশ করতে দেবেন না। সর্বশক্তিমানের স্মরণ, ইতিবাচকতা এবং উত্তম বাক্য যা আপনার অনুপ্রেরণা জাগাতে পারে সে সব কিছুকে আপনার চিন্তাভাবনায় ধারণ করুন। উপকারী জিনিসগুলিতে ব্যস্ত থাকুন এবং আপনার মনকে নিষ্ক্রিয় রাখবেন না! সজাগ থাকুন!

তিন: আপনার সমস্যা সম্পর্কে সবার কাছে অভিযোগ করাকে অভ্যাসে পরিণত করবেন না। লোভ ও অসন্তুষ্টি থেকে হৃদয়কে পরিষ্কার না করা পর্যন্ত আপনি সেরা ডিজাইনারের পোশাক পরলেও সেই পোশাকের কোনো দাম নেই।

পূনশ্চঃ

এক. কিছু লোকের সাথে মোকাবিলা করা খুব কঠিন হতে পারে। তারা তাদের কথা ও কাজ দিয়ে আপনাকে আঘাত করবে। শুধু রাগ করা এবং আপনার জীবন থেকে তাদের বিদায় করা সহজ। কিন্তু অনেক সময় আপনি তা পারেন না। তারা পরিবারের সদস্য হতে পারেন। মনে রাখবেন, তারা সর্বশক্তিমানের পক্ষ থেকে পরীক্ষা। আপনি কি ধৈর্য ধরবেন না?

দুই. আমাদের চারপাশে অনেক দুর্ভোগ চলছে। এরপরও এটি একটি সত্য যে আমরা বিশ্বের অনেক লোকের চেয়ে ভাল আছি। তবুও আমরা অভিযোগ করি। আমাদের সংগ্রাম অন্যদের তুলনায় ছোট। সর্বশক্তিমান সবকিছু কেড়ে নেওয়ার আগে আমাদের প্রতি যে আশীর্বাদ তার হিসাব করুন।

তিন. নম্র থাকুন। আপনি ভাবতে পারেন, এর সবকিছুই জানেন আপনি। অন্যের কাছ থেকে শিখার কিছু নেই এমনটি আপনি কখনো ভাববেন না। আপনি পছন্দ করেন না এমন অনেকের কাছ থেকেও শেখার কিছু পাঠ রয়েছে।

চার. সর্বশক্তিমান আমাদের যে কাজের আদেশ করেছেন তাকে কখনোই টুকিটাকি কাজ হিসেবে দেখবেন না। এর পরিবর্তে, এটি করতে তাঁর সাহায্য প্রার্থনা করুন। সত্যিকার মুমিনের মনোভাব এমনই।

পাঁচ. আপনি যে ছোট ছোট ভুলগুলো অগ্রাহ্য করেন সেগুলো এক বিশাল আকার নিয়ে যুক্ত হতে পারে। ‘এটি কোনো বড় বিষয় নয়’বলার সময় সতর্ক থাকুন। বিপর্যয়কর প্রভাব দিয়ে এটি আপনাকে শেষ করে দিতে পারে।

ছয়. আমরা কান্না করি, তিনি শুনেন। আমরা আহত হই, তিনি নিরাময় করেন। আমরা ডাকি, তিনি জবাব দেন। আমরা অনুতাপ করি, তিনি ক্ষমা করেন। সবকিছুর জন্য, সব সময় সর্বশক্তিমানের কাছেই চান, প্রার্থনা করুন।
সাত. আত্মতুষ্টতা থেকে সাবধান থাকুন। কখনো মনে করবেন না, যিনি বিশ্বাস বজায় রাখার জন্য সংগ্রাম করছেন তার চেয়ে আপনি আধ্যাত্মিকভাবে আরো ভালো আছেন। সর্বশক্তিমান, আমাদের অবিচল রাখুন।

আট. সর্বশক্তিমানের জন্য নির্ভেজাল ভাল কাজ করুন। কারো কাছ থেকে স্বীকৃতি, অভিনন্দন বা কৃতজ্ঞতা আশা করবেন না। একমাত্র তাঁর কাছেই আপনার পুরস্কার চান।

দ্রষ্টব্যঃ

আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবোই: মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ, জীবন, পণ্য-ফল-ফসল হারানোর মধ্য দিয়ে। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য-নিষ্ঠার সাথে চেষ্টা করে, তাদেরকে সুখবর দাও। (সূরা আল-বাক্বারাহ:১৫৫)

মানুষের অবস্থা হচ্ছে: যখন তার প্রতিপালক তাকে সম্মান, সামর্থ্য বাড়িয়ে দিয়ে পরীক্ষা নেন, তখন সে বলে, ‘আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন!’ আর যখন তিনি জীবিকা কমিয়ে দিয়ে পরীক্ষা নেন, তখন সে আফসোস করে, ‘আমার প্রতিপালক আমাকে অপমানিত করেছেন।’ সেটা কখনই নয়, বরং তোমরাই তো এতিমদের সম্মান করো না। অভাবীদের খাবার তাদেরকে দিতে উৎসাহ পর্যন্ত দাও না। উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ গোগ্রাসে আত্মসাৎ করো। সম্পদের প্রতি তোমাদের মাত্রাতিরিক্ত মোহ। (সূরা আল-ফাজর ১৫-২০)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *