কুরেশির গ্রেপ্তার ‘অবৈধ’, মুক্তির নির্দেশ ইসলামাবাদ হাইকোর্টের

এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

পিটিআই নেতা এবং সাবেক পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির গ্রেপ্তারকে ‘অবৈধ’ ঘোষণা করেছে ইসলামাবাদ হাইকোর্ট। বৃহস্পতিবার এ রায় দিয়ে তার মুক্তির নির্দেশ দেয়া হয়েছে আদালতের তরফে। কুরেশির গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করে শুনানি চলাকালীন ইসলামাবাদ হাইকোর্টের বিচারক মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব এই নির্দেশ দিয়েছেন। এ খবর দিয়েছে জিও টিভি।

খবরে বলা হয়, আদালত মুক্তির আদেশ জারি করার সময় পিটিআই নেতাকে সাবেক মন্ত্রী আলি মুহাম্মদ খানের অনুরূপ একটি অঙ্গীকার জমা দেয়ার নির্দেশ দিয়েছে। কুরেশির আইনজীবীরা জানিয়েছেন, কিছু পরামর্শের পর তার ভিত্তিতে ওই অঙ্গীকারনামা জমা দেবেন তারা। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গত ৯ই মে গ্রেপ্তার করা হলে দেশব্যাপী দাঙ্গা ও সহিংসতা সৃষ্টি হয়। সেসময় ২৪ ঘণ্টার মধ্যেই পিটিআই নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চালায় পুলিশ। এতে গ্রেপ্তার হন কুরেশিসহ পিটিআই দলের অনেক শীর্ষ নেতা। দলটির দাবি, এখনও এই ‘অন্যায়’ গ্রেপ্তার অব্যাহত আছে।

গত ১১ই মে কুরেশিকে ইসলামাবাদের গিলগিট-বালতিস্তান হাউস থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে পাঞ্জাব ও খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ আনা হয়।

গ্রেপ্তারের পূর্বে তিনি পিটিআই সমর্থকদের আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে বার্তা পাঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *