কিছুই যখন বুঝবেন না তখন আস্থা রাখুন তাঁর ওপর : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. আপনার জীবনে এমন সময় আসবে যখন কিছুই বোঝা যায় না এবং আপনি গাছের ভেতরের কাঠ দেখতে পাবেন না। তখনই আপনাকে সর্বশক্তিমানের উপর আস্থা রাখতে হবে এবং চালিয়ে যেতে হবে। এটা সহজ হবে না কিন্তু আপনার অন্য কোন বিকল্প নেই। আপনার জন্য তার পরিকল্পনা আপনার কল্পনার চেয়েও বড়।

পূনশ্চঃ

এক. মনে রাখবেন আপনি হয় এ সম্পর্কে অভিযোগ করতে পারেন অথবা এর মাধ্যমে তিনি যাতে আপনাকে গাইড করতে পারেন সে জন্য সর্বশক্তিমানের উপর বিশ্বাস রাখতে পারেন, যাতে এটি থেকে শিখতে পারেন এবং আরো বড় হতে পারেন। সিদ্ধান্ত এখন আপনার।

দুই. সর্বশক্তিমান। আমরা যখন হাল ছেড়ে দেওয়ার মত অবস্থা অনুভব করি তখন আমাদের শক্তি যোগানোর জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আমরা আতঙ্কিত না হতে শিখেছি কারণ আমরা জানি আপনি আমাদের সাথে আছেন। যাই হোক না কেন আমাদের হৃদয়কে বিশ্বাসে দৃঢ় রাখুন। আপনি আমাদের জন্য… একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা করেছেন তাতে আমরা আস্থা রাখি। আমীন।

তিন. শয়তান আপনাকে বোঝার দিকে মনোনিবেশ করতে এবং আশীর্বাদ মিস করার কথা মনে করিয়ে দেবে। সর্বশক্তিমান আপনাকে এতদূর নিয়ে এসেছেন। আপনি কি মনে করেন তিনি আপনাকে পরিত্যাগ করবেন?

চার. আপনি কি কখনও ভুল করেছেন অথবা ভুলের মধ্যে ছিলেন বলে গ্রহণ করতে পারবেন? আপনি যখন এটি সনাক্ত করতে পারেন, তারপর আপনি এখনও আপনার মাটিতে দাঁড়িয়ে আছেন? যদি আপনি এটি করেন তবে আপনি সম্ভবত বিষাক্ত বৈশিষ্ট্যের মধ্যে রয়েছেন। আপনি মানুষের দোষ বেছে নিতে চান। আপনার নিজের উপর এবং আপনার হৃদয় যেখানে, সেখানে কাজ শুরু করা উচিত!

পাঁচ. আপনি কি হাল ছেড়ে দেওয়ার পথে? না! আরও কিছু সময় ধৈর্য ধরে থাকুন। সর্বশক্তিমান আপনাকে জানাতে চান যে লড়াই শেষ হয়নি। মনে রাখবেন, ভোর হওয়ার আগে অন্ধকার থাকে। তিনি অলৌকিকভাবে কাজ করেন। তাঁর উপর আস্থা রাখুন কারণ তিনি আপনার জন্য কাজ বন্ধ করেননি।

ছয়. অন্য কেউ যখন ভাল করে তখন লোকেরা তার পক্ষে দাঁড়াতে পারে না। তারা সন্দেহপরায়ণ হয় এবং নেতিবাচকতার বীজ লাগানোর চেষ্টা করে। এমনকি তারা আপনার সাফল্যের গল্প হাইজ্যাক করার জন্য মিথ্যাচারও ছড়িয়ে দিতে পারে। তাদের পরিকল্পনা নিয়ে ভাববেন না। সর্বশক্তিমান সর্বজ্ঞ এবং সব বিষয়ে সচেতন। আপনার যাত্রা প্রশস্ত করতে তাঁর উপর আস্থা রেখে চলুন।

দ্রষ্টব্যঃ

তিনিই (আল্লাহ্ তা’আলা) আমাকে সৃষ্টি করেছেন। অতএব তিনিই আমাকে সঠিক পথ দেখাবেন। তিনিই আমাকে খাওয়ান ও পান করান এবং আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন তিনিই আমাকে সুস্থতা দান করেন। তিনিই আমাকে মৃত্যু দিবেন এবং পুনরুজ্জীবিত করবেন। আশা করি তিনিই কিয়ামতের দিন আমার অপরাধসমূহ ক্ষমা করবেন। (শু’আরা’ : ৭৮-৮২)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *