কালো ‘আর্মব্যান্ড’ ব্যবহার করে ফিলিস্তিনের সমর্থনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছেন উসমান খাজা

খেলাধুলা সাম্প্রতিক
শেয়ার করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে পার্থ টেস্টে কালো ‘আর্মব্যান্ড’ ব্যবহার করে ক্রিকেট জগতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছেন উসমান খাজা। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আইসিসির কোনো অনুমতি ছাড়া প্রতিবাদী আর্মব্যান্ড পরায় খাজার বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ তুলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার আইসিসি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আইসিসির এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। বলা হয়েছে, উসমান খাজাকে পোশাক ও সরঞ্জাম বিধিমালার ‘এফ’ ধারা লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়েছে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের সময় উসমান একটি ব্যক্তিগত বার্তা (আর্মব্যান্ড) প্রদর্শন করেছিলেন, যা প্রদর্শনের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আইসিসির পূর্বানুমতি প্রয়োজন ছিল, তিনি সেটা করেননি। এর মাধ্যমে আইসিসির একটি আইন লঙ্ঘন করেন।’

পার্থে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজা তার জুতায় ফিলিস্তিনির সমর্থনে ‘সকল জীবন সমান’ এবং ‘স্বাধীনতা একটি মানবাধিকার’ এই লেখা নিয়ে মাঠে নামতে চেয়েছিলেন। আইসিসির নিষেধের কারণে অবশেষে কালো আর্মব্রান্ড পড়ে মাঠে নামেন তিনি।

আইসিসির এই নিয়ম লঙ্ঘনের পরও পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন তিনি। তবে আগামী ১২ মাসের মধ্যে এমন ঘটনা আবার ঘটালে ম্যাচ ফির ৭৫ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে তাকে। এছাড়া ১২ মাসের মধ্যে চারটি ডি মেরিট পয়েন্ট পেলে ম্যাচ নিষেধাজ্ঞায় পড়তে পারেন তিনি।

প্রথম টেস্টে খাজাকে বিশেষ বার্তা লেখা সেই জুতা পড়ে মাঠে নামতে না দেওয়ার বিপক্ষে তিনি বলেন, ‘আমি আমার জুতার গায়ে যা লিখেছি তা রাজনৈতিক নয়। আমি কোনো পক্ষ নিচ্ছি না। আমার কাছে সব মানুষ সমান। একজন ইহুদি জীবন একজন মুসলিম জীবনের সমান, একজন হিন্দু জীবনের সমান এবং আরও অনেক কিছু। আমি শুধু তাদের পক্ষে কথা বলছি যাদের কণ্ঠস্বর নেই।’

সেই সঙ্গে খাজা আরও বলেছিলেন, ‘আইসিসি আমাকে বলেছে আমি মাঠে আমার জুতা পড়ে নামবে পারব না। কারণ তারা মনে করে যে এটি তাদের নির্দেশনার অধীনে একটি রাজনৈতিক বক্তব্য। আমি বিশ্বাস করি না যে এটি এমন। এটি একটি মানবিক আবেদন। আমি তাদের দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্তকে সম্মান করব। কিন্তু আমি এর সঙ্গে লড়াই করব এবং অনুমোদন পেতে চাইবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *