জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
সানচেজ, যার নতুন সরকার এই মাসের শুরুতে শপথ নিয়েছে। বৃহস্পতিবার নেতানিয়াহুর সাথে আলোচনার সময় ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের বিষয়ে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের প্রস্তাব করেছেন।
সমাজতান্ত্রিক নেতা পেদ্রো সানচেজ ইসরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগের সাথেও দেখা করেছেন এবং মিশরে যাওয়ার আগে বৃহস্পতিবার ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের সাথে আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন।
নেতানিয়াহুর সাথে আলোচনার পর সানচেজ বলেন, ‘এখন আগের চেয়ে অনেক বেশি, আমাদের শান্তির জন্য একটি যথার্থ এবং বিশ্বাসযোগ্য সম্ভাবনা ফিরিয়ে আনতে হবে। রাজনৈতিক মীমাংসা না হলে আমরা আবার সহিংসতার অন্তহীন চক্রের মধ্যে ছুটতে বাধ্য।’
এদিকে গত শুক্রবার গাজার রাফাহ সীমান্ত ক্রসিংয়ে এক সংবাদ সম্মেলনে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন যদি স্বীকৃতি না দেয়, তা হলে এককভাবেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে স্পেন।
সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, নির্বাচনে জিতলে অগ্রাধিকার ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবেন।
পেদ্রো সানচেজবলেন, আদর্শগতভাবে ইউরোপীয় ইউনিয়নের অন্তত কয়েকটি সদস্য রাষ্ট্র একসঙ্গে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে। যদি সেটি না হয় তা হলে স্পেন একাই তার সিদ্ধান্ত নেবে।