কারফিউ চলছে। শুক্রবার কারফিউ জারি হওয়ার পর শনিবার ঢাকার রাস্তায় সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে।
বার্তা সংস্থা এএফপি বলছে, তাদের হিসেব অনুযায়ী এই সপ্তাহের আন্দোলনে এখনও পর্যন্ত ১১৫ জন মারা গেছেন।
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক শুক্রবার বলেন, বাংলাদেশে এ সপ্তাহের সহিংসতা নিয়ে তিনি অত্যন্ত উদ্বিগ্ন। তিনি ছাত্র বিক্ষোভকারিদের ওপর হামলাকে “মর্মান্তিক এবং অগ্রহণযোগ্য” বলে বর্ণনা করেন। তিনি এক বিবৃতিতে বলেন, “ঐসব হামলার ব্যাপারে নিরপেক্ষ, দ্রুত এবং পূর্ণ তদন্ত করতে হবে এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে”।