কাবা শরিফে জুমার নামাজ পড়ালেন ২ জন ইমাম

ধর্ম ও দর্শন মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

মক্কা মুকররমার মসজিদুল হারাম তথা কাবা প্রাঙ্গনে অনুষ্ঠিত জুমার নামাজ দুইজন ইমামের পেছনে আদায় করেছেন মুসল্লিরা। খুতবার পর নির্ধারিত খতিব শায়খ ড. মাহির আল-মুয়াইকিলি নামাজ শুরু করলেও তা সম্পন্ন হয়েছে শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইসের ইমামতিতে। মূলত শায়খ আল-মুয়াইকিলি অসুস্থ হওয়ায় এমনটি ঘটেছে।

এরই মধ্যে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে- শায়খ আল-মুকাইলি তাকবিরে তাহরিমার পর প্রথম রাকাতে সূরা ফাতিহা পাঠ শুরু করেছেন কিন্তু পঞ্চম আয়াতে পৌঁছে তার আওয়াজ ক্রমেই নিচু হয়ে আসে এবং একপর্যায়ে তিনি নিশ্চুপ হয়ে যান। এভাবে কয়েক সেকেন্ড কেটে যাওয়ার পর শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস পেছনে মুক্তাদির কাতার থেকে এসে শায়খ আল-মুকাইলির স্থলে দাঁড়ান এবং শায়খ আল-মুকাইলি প্রথম রাকাত যেখানে শেষ করেছিলেন, শায়খ সুদাইস সেখান থেকেই শুরু করেন এবং তিনিই ইমাম হয়ে বাকি নামাজ সম্পন্ন করেন।

এই ঘটনায় মুসল্লি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা শায়খ ড. মাহির আল-মুয়াইকিলির স্বাস্থ্যের ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তারা তার সুস্থতার জন্য বিশ্ব মুসলিম উম্মাহর কাছে বিশেষ দোয়া কামনা করেন। পরে হারামাইন শারিফাইনের ধর্মবিষয়ক বিভাগ শায়খ আল-আল-মুয়াইকিলির স্বাস্থ্যের ব্যাপারে সবাইকে আশ্বস্ত করে। তারা এক বিবৃতিতে জানায়, শায়খ মাহির এখন সুস্থ রয়েছেন। তার গুরুতর কোনো সমস্যা হয়নি। হয়তো ক্লান্তিবোধ থেকে এমনটি ঘটেছে।

এ ঘটনায় মসজিদুল হারামের প্রধান ইমাম শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস সবার কাছে শায়খ আল-মুয়াইকিলির পূর্ণাঙ্গ সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

শায়খ আল-সুদাইস জানিয়েছেন, ইসলামী শরিয়তে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে ইমাম পেছনে সরে আসার নিয়ম রয়েছে। এরপর পেছন থেকে কেউ সামনে যাবেন এবং সবার ইমাম হিসেবে নামাজ সম্পন্ন করবেন। হাদিসে এমন ঘটনা বর্ণিত হয়েছে। হাদিসটি হলো- একদিন হজরত ওমর রা: ফজর নামাজে আবদুর রহমান বিন আউফ রা: কে তার স্থানে নিয়ে আসেন এবং আবদুর রহমান রা: মুসল্লিদের নিয়ে বাকি নামাজ পূর্ণ করেন।

সূত্র :
আলজাজিরা মুবাশির ও আল-আরাবিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *