কাতার বিশ্বকাপ ফুটবলের টিকিট বিক্রি সাড়ে ২৪ লাখ!

খেলাধুলা সময় চিন্তা সাম্প্রতিক
শেয়ার করুন

আর কয়েক মাস পরেই ঘণ্টা বাজবে কাতার বিশ্বকাপের। আর বিশ্বকাপ ফুটবল শুরুর আগে সবসময়ই বিশ্বব্যাপী উন্মাদনা শুরু হয়। ইতিমধ্যে ফুটবলের এই মহাযজ্ঞের উন্মাদনা শুরু হয়ে গেছে। আর যেহেতু মধ্যপ্রাচ্যে প্রথম বিশ্বকাপ, তাই আয়োজনও বেশ জমজমাট। ফলে ফুটবলের সবচেয়ে বড় আসর মাঠে বসে দেখার ইচ্ছা অনেকেরই।

তবে ইচ্ছে থাকলেও সবার ভাগ্যে কিন্তু টিকিট মিলছে না। ইতিমধ্যে যারা টিকিট পেয়েছেন, তাদের মনে খুশির ফোয়ারা ঝরছে। ফিফা জানাচ্ছে, এরই মধ্যে বিশ্বকাপের ২৪ লাখ ৫০ হাজার টিকিট বিক্রি শেষ।

এবারের বিশ্বকাপ নিয়ে আলোচনা অনেক আগে থেকেই। এমনকি সেটা ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের আগে থেকে! আলোচিত এই বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, তত উত্তেজনা জমাট বাঁধছে। ফুটবলপ্রেমীদের অপেক্ষা যেন শেষ হচ্ছে না। টিকিটের চাহিদা তাই তুঙ্গে। গত ৫ থেকে ১৬ জুলাই সর্বশেষ ধাপে বিক্রি হয়েছে ৫ লাখ টিকিট। সব মিলিয়ে এ পর্যন্ত বিক্রি হয়েছে ২৪ লাখ ৫০ হাজার টিকিট।ফিফা জানিয়েছে, ডিজিটাল পদ্ধতিতে টিকিট বিক্রিতে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আরও জানিয়েছে, টিকিট বিক্রির পরবর্তীর ধাপ সেপ্টেম্বরে। তখন ডিজিটাল পদ্ধতির সঙ্গে কাতারের রাজধানী দোহার কাউন্টার থেকেও সরাসরি টিকিট কিনতে পারবেন ফুটবলপ্রেমীরা।

এশিয়া অঞ্চলে এর আগেও বিশ্বকাপ হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে প্রথমবার হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর। এই অঞ্চলের তীব্র গরমের কারণে বিশ্বকাপের ঐতিহ্য ভেঙে শীতকালে হতে যাচ্ছে প্রতিযোগিতাটি। আগামী ২০ নভেম্বর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০২২ বিশ্বকাপের।

আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *