কাউকে বলতে দেবেন না যে আপনি ব্যর্থ : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. কাউকে বলতে দেবেন না যে আপনি ব্যর্থ। যতক্ষণ না আপনি সর্বশক্তিমানের সাহায্যে প্রতিদিন নিজেকে উন্নত করার জন্য পদক্ষেপ নিচ্ছেন, ততক্ষণ কোনো কিছুই আপনাকে উন্নতি করতে বাধা দিতে পারবে না। চালিয়ে যান, আপনি একদিন গন্তব্যে পৌঁছাবেন।

পূনশ্চঃ

এক. সর্বশক্তিমান যেভাবে চান সেভাবে সবকিছু হবে; আপনি সবসময় যেভাবে হওয়া উচিৎ বলে মনে করেন সেভাবে নয়। সন্দেহ ছাড়া তাকেই বিশ্বাস করুন। শয়তান সর্বদা আপনার মনের মধ্যে গোলমাল পাকাবে, সে কখনই ছুটি নেয় না। তাই সতর্ক থাকুন এবং যিনি আপনাকে তৈরি করেছেন তার সাথে সর্বদা সংযুক্ত থাকুন।

দুই. প্রায় আমাদের জীবনে যা ঘটে তা নিয়ে বিরক্ত হই, বিশেষ করে যখন জিনিসগুলি আমাদের পরিকল্পনা অনুসারে না যায়। আমরা ভুলে যাই সবকিছু কার নিয়ন্ত্রণে। বিশ্বজগতের প্রভু সর্বদা আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনা রাখেন, তবুও আমরা প্রায়শই সন্দেহ করি, বিরক্ত হই এবং তাকে প্রশ্ন করা শুরু করি! মনে রাখবেন, তিনিই শ্রেষ্ঠ পরিকল্পনাকারী।

তিন. সম্ভবত আপনি এত দয়াশীল এ কারণে যে পৃথিবী আপনার প্রতি নির্দয় হয়েছে এবং আপনি চান না অন্যরা আপনার একই অনুভবের মধ্যে দিয়ে যাক। মনে রাখবেন, অন্যকে কখনও আপনার আলোতে ম্রিয়মান হতে দেবেন না। অন্যের কাছে একটি দুর্দান্ত উদাহরণ হয়ে উঠুন। তারা এটি প্রাপ্য না হলে কিছু মনে করবেন না। মহান আল্লাহ সৎকর্মশীলদের ভালবাসেন!

চার. সর্বশক্তিমান। আমাদের হৃদয়ে আশাকে জাগিয়ে রাখুন। আমরা আমাদের দুর্দশার বাইরে যাওয়ার উপায় দেখতে পাচ্ছি না। তবে আমরা জানি যে আপনার কাছেই এর উপায় আছে। আপনি সর্বদা আপনার নিজের সময়েই তা করেন। আপনার প্রতি আমাদের গভীর বিশ্বাস দিয়ে আমাদের হৃদয় পূর্ণ করুন। কোন কিছু মোকাবেলা করার ক্ষেত্রে আমাদের অনেক বিঘ্নতা সত্ত্বেও, আপনি কখনই আশাহত হন না! আমীন।

দ্রষ্টব্যঃ

আপনি বলুন, সত্যিই কি তোমরা সেই মহাপ্রভুকে অস্বীকার করছ! যিনি পৃথিবীকে মাত্র দু’দিনে সৃষ্টি করেছেন এবং তার অংশীদার নির্ধারণ করছ? তিনি তো সমস্ত জগতের প্রতিপালক। যিনি পৃথিবীতে তার উপরাংশে পাহাড় স্থাপন করেছেন এবং জমিনের ভিতরাংশ বরকতপূর্ণ করেছেন আর ভূগর্ভে সুষমরূপে খাদ্যদ্রব্য মজুদ করেছেন মাত্র চার দিনে। সব যাচনাকারীর জন্য সমানভাবে। অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন আর তা ছিল ধোঁয়াশাচ্ছন্ন। (সূরা ফুসসিলাত : ৯-১১)

আমি আসমান থেকে পরিমাণমতো পানি বর্ষণ করি, অতঃপর তা ভূগর্ভে সংরক্ষণ করে রাখি। (সূরা মুমিনুন : ১৮)

কী ব্যাপারে তারা একে অন্যকে জিজ্ঞেস করছে? সেই বিরাট ঘটনার ব্যাপারে? যা নিয়ে তাদের নিজেদের ভেতরেই নানা মতবিরোধ? সাবধান! শীঘ্রই তারা জানতে পারবে। শেষ পর্যন্ত গিয়ে তারা জানতে পারবেই! (সূরা আন-নাবা: ১-৫)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *