কষ্ট-যন্ত্রণার মাঝে তাঁর উপর ভরসা করুন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. যখন আপনি মনে করেন আপনার জীবন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে; আপনি বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে যাচ্ছেন, সবেমাত্র আপনার চাকরি হারিয়েছেন, আর্থিক সমস্যাগুলি প্রচন্ড রূপ নিচ্ছে, আপনার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। এটি এমন সময়, যেখানে আপনার সর্বশক্তিমানের আরও কাছাকাছি হওয়া দরকার। কষ্ট-যন্ত্রণার মাঝে তাঁকে বিশ্বাস করুন ও তার উপর ভরসা করুন। আপনার উপর তিনি আলো জ্বালাবেন!

পূনশ্চঃ

এক. মাঝে মাঝে, বন্ধু এবং প্রিয়জনরাই আমাদের সবচেয়ে বেশি আঘাত করে। এটাই জীবন। সম্পর্কের এই প্রকৃতি বিবেচনায়, কিছু ঘটনা গভীর ক্ষত রেখে যেতে পারে, যা বন্ধুত্বকে প্রভাবিত করার এবং পারিবারিক বন্ধনকে ক্ষতিগ্রস্ত করার হুমকি হয়ে দেখা দেয়। সর্বশক্তিমানের দিকে ফিরে যান; শুধুমাত্র তিনি আমাদের নিরাময় এবং ক্ষমা করতে সাহায্য করতে পারেন।

দুই. ভালো মানুষদের প্রশংসা করতে শিখুন। যারা তাদের পথে পাঠানো কষ্টে মনোযোগ দেয় না। যারা বেদনাকে তাদের হৃদয়ের সৌন্দর্য পরিবর্তন করতে দেয়নি। তারাই সেই সব ব্যক্তি যাদের এই বিশ্বের পরিবর্তনে নিদারুণভাবে প্রয়োজন। একটি পার্থক্য করার জন্য তাদের প্রতি ধন্যবাদ।

তিন. আপনি যাই করুন না কেন, শুধুমাত্র দয়াবান হন। এর কোন প্রতিদান না এলেও কিছু মনে করবেন না। সর্বশক্তিমানের জন্য এটি করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন একটি ভিন্ন মোড় নিয়ে নেয়।

চার. সর্বশক্তিমান। জীবনের এই যাত্রায় আমাদের মনোযোগী রাখুন। প্রতিযোগিতায় দৌড় শুরু করা কোন সমস্যা নয়; তা অব্যাহত রাখাই মূল চ্যালেঞ্জ। আমরা প্রতিকূলতার মুখে ধৈর্য এবং স্থিতির জন্য আপনার সাহায্য প্রার্থনা করছি। আমাদের সেরা সমাপ্তি দান করুন। আমাদের হৃদয়কে দৃঢ়ভাবে আপনার সাথে সংযুক্ত রাখুন, এটি জেনে যে আপনি সর্বদা আমাদের পিছনে রয়েছেন।

পাঁচ. উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করে আপনার দাতব্য কাজকে আটকে রাখবেন না। এজন্য যথাসময় বলে কোন জিনিস নেই। আপনি যে মুহুর্তটিকে দান করার মতো অনুভব করছেন, তখনই দিন। আপনি আগামীকাল কোথায় থাকবেন তার কোনও গ্যারান্টি নেই। সর্বশক্তিমান আপনাকে এখনই আপনার উদ্যোগের জন্য পুরস্কৃত করবেন এবং এমনকি সামনের মাসগুলোতে আপনাকে আরও বেশি দান করবেন!

দ্রষ্টব্যঃ

ঐসব আল্লাহভীরু লোকদের রুহ্ পবিত্র অবস্থায় যখন ফেরেস্তাগণ বের করেন তখন তাদেরকে বলেন, আস্সালামু আলাইকুম। আপনারা যে সৎ কাজ করেছেন এর বিনিময়ে জান্নাতে প্রবেশ করুন। (সূরা নহল:৩২)

বলো, হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সকল গোনাহ ক্ষমা করে দেন। সন্দেহ নেই, তিনিই ক্ষমাশীল দয়ালু। (সূরা যুমার :৫৩)

হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রা. থেকে বর্ণিত রয়েছে, নবী করীম সা. বলেন, তোমাদের যে কেউ মৃত্যুবরণ করে, তাকে তার অন্তিম বাসস্থান সকাল-সন্ধ্যায় দেখানো হয়। সে জান্নাতী হোক বা জাহান্নামী হোক। তাকে বলা হয়, এটাই সেই বাসস্থান যেখানে তুমি তখন প্রবেশ করবে যখন আল্লাহ তা’য়ালা কিয়ামতের দিনে দ্বিতীয়বার জীবনদান করে তাঁর কাছে তোমাকে উপস্থিত করবেন। (বোখারী, মুসলিম)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *