কর্মীদের অবরোধ আর ক্রিকেট লিগের কারনে ইমরানকে গ্রেফতার করতে পারলো না পুলিশ

এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জামান পার্কের বাসভবনের সামনে অবস্থানরত পুলিশ সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বুধবার (১৫ মার্চ) পিটিআইয়ের কর্মী-সমর্থকদের প্রবল প্রতিরোধের মুখে ইমরান খানকে গ্রেপ্তার করতে আসা পাক রেঞ্জার্স ও পুলিশের সদস্যরা পিছু হটতে বাধ্য হয়। তবে ক্ষমতাসীনরা জানান, ১৯ মার্চ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর ফাইনালের পর আবার অভিযান চালানো হবে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে আল-জাজিরা।

এ বিষয়ে পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী আমির মীর বলেন, কাছাকাছি একটি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কারণে ইমরান খানকে আটক করার জন্য আদালতের নির্দেশিত অভিযান বুধবার (১৫ মার্চ) স্থগিত করা হয়েছে। আগামী ১৯ মার্চ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর ফাইনালের পর ফের অভিযান চালানো হবে।

২০০৯ সালে বন্দুকধারীরা শ্রীলঙ্কা দলের উপর হামলার পর ছয় বছর ধরে পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি। আন্তর্জাতিক খেলোয়াড়দের ফিরে আসতেও কয়েক বছর লেগেছিলো। চলমান টুর্নামেন্টে ঘিরে পাকিস্তানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বুধবার (১৫ মার্চ) আল-জাজিরাকে জানান, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেট টুর্নামেন্টের নকআউট ম্যাচগুলোকে নির্ধারিত সূচি অনুযায়ী শুরু করার জন্য ইমরানের বাড়ির সামনে মোতায়েন করা পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। আমরা পিএসএলকে নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলতে পারি না।

তিনি আরও বলেন, যেহেতু দলগুলোকে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে স্টেডিয়ামে পৌঁছাতে হবে এবং রুটগুলো যানজট মুক্ত থাকতে হবে, তাই জামান পার্ক থেকে নিরাপত্তা কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।

চলতি বছরের ১৩ ফ্রেব্রুয়ারি পাকিস্তানে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হয়। আগামী ১৯ মার্চ ফাইনালের মাধ্যমে পর্দা নামতে যাচ্ছে এই আসরের।

এদিকে ইমরান খানের বাসভবন থেকে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রত্যাহার করে নেওয়ার পর লাহোরের জামান পার্কে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের উল্লাসে ফেটে পড়তে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পিটিআইয়ের পোস্ট করা একটি ভিডিওতে ইমরান খানকে গ্যাস মাস্ক পরা অবস্থায় দেখা যায়। এ সময় জামান পার্কের বাসভবনের বাইরে দলীয় সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দেন তিনি।

এর আগে, ভিডিও লিঙ্কের মাধ্যমে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইমরান বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলো তার বাসভবনে যাওয়ার চেষ্টা করছে। এই ‘প্রহসন’ বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালত ও সরকারের প্রতি তার আস্থা আছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *