কর্ণাটক বিধানসভায় প্রথম মুসলিম স্পিকার হলেন ইউ টি কাদের

এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

ভারতের কর্ণাটক রাজ্যের বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন কংগ্রেসপন্থি বিধায়ক ইউ টি কাদের। রাজ্যের ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (২৬ মে) বিধায়ক ইউ টি কাদের রাজ্য বিধানসভার স্পিকার নির্বাচিত হন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, বিধানসভার বিরোধী দল বিজেপি এবং জনতা দল (সেক্যুলার) স্পিকার নির্বাচনে তাদের প্রার্থী দাঁড় করায়নি। এ কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই ইউ টি কাদের স্পিকার পদে নির্বাচিত হন।

তবে এখনই স্পিকারের পদে দায়িত্ব পালন করতে পারবেন না তিনি। দেশটির সংবিধান অনুযায়ী, কর্ণাটক বিধানসভার বিদায়ী স্পিকার আর ভি দেশপাণ্ডে তার হাতে ক্ষমতা হস্তান্তরের পরই এ আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করবেন কাদের।

এদিকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী এবং রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতা সিদ্দারমাইয়াহ নতুন স্পিকার ইউ টি কাদেরকে স্বাগত জানিয়েছেন।

২০২১ সালের ডিসেম্বরে কর্ণাটকের উদুপি জেলায় হিজাব পরে যাওয়ার কারণে কয়েকজন মুসলিম শিক্ষার্থীকে ক্লাসে ঢুকতে বাধা দেওয়া হয় এবং তার জেরে সেই রাজ্যে শুরু হয় হিজাব আন্দোলন। পরে ভারতের অন্যান্য রাজ্যেও সেই আন্দোলন ছড়িয়ে পড়ে।

ভারতের রাজনৈতিক সহনশীলতাকে বড় একটি চ্যালেঞ্জের মুখে ফেলেছিল এই আন্দোলন। ওই সময় রাজ্য বিধানসভায় আসীন ছিল বিজেপি।

গত ১০ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩ মে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে বিজেপিকে হারিয়ে বিপুলভাবে জয়ী হয় কংগ্রেস। ২২৪ সদস্যের বিধানসভা ভোটে কংগ্রেস একাই পায় ১৩৫ আসন। বিপরীতে বিজেপি পেয়েছে ৬৬টি আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *