কবি নাজমুল ইসলাম মকবুলের ইন্তেকাল বিভিন্ন সংগঠেনর শোক প্রকাশ

সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

মহান আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন সিলেট লেখক ফোরামের সভাপতি, বিশ্বনাথ ওয়ান পাউণ্ড হাসপাতালের চীফ কো-অর্ডিনেটর, কবি-সাংবাদিক নাজমুল ইসলাম মকবুল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় সিলেট ওসমানী হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বাবা, মা, স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

মরহুম নাজমুল ইসলাম মকবুল কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। এর মধ্যে গ্রন্থ প্রকাশিত হয়েছে। সিলেটের অনেক গীত ও কবিতা লিখেছেন। তার লেখা ও সুর করা বেশ কয়েকটি একক সঙ্গীতের অ্যালবামও বেরিয়েছে। দীর্ঘদিন লন্ডনের টিভি ওয়ানে সিলেট প্রতিনিধি হিসাবে কাজ করেছেন। চ্যারিটি কাজে ছিলেন খুবই উৎসাহী ও তৎপর। বিশ্বনাথের বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় শিক্ষা সামগ্রী বিতরন ও গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন।

বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকে, রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকে, ভয়েস ফর জাস্টিস ইউকে-সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *