কবি জাকির আবু জাফরের ‘গুছিয়ে নেবার গল্প ’

শিল্প-সংস্কৃতি সাম্প্রতিক
শেয়ার করুন

রি হোসাইন

বইয়ের নাম ◾গুছিয়ে নেবার গল্প। ধরন ◾ কাব্যগ্রন্থ। লেখক ◾ জাকির আবু জাফর (Zakir Abu Zafar)। প্রকাশকাল ◾ ফেব্রুয়ারী ২০২৪ – প্রকাশক ◾ এ কে নাসির আহমেদ সেলিম। প্রকাশনী ◾ কাকলী প্রকাশনী, বাংলবাজার, ঢাকা। প্রচ্ছদ ◾ জাহিদ হাসান বেনু। স্বত্ব ◾মুনমুন জাকির। পৃষ্ঠা সংখ্যা ◾ ৬৪ – অনলাইন পরিবেশক ◾ rokomari.com মুদ্রিত মূল্য ◾২২০ টাকা

বইটি আমি প্রথম সংগ্রহ করি একুশে বইমেলা ২০২৪ থেকে। কয়েকটি কবিতা পড়ে খুবই ভালো লাগায় আমার বাসায় আসা এক বন্ধুকে পড়তে বলি। সে বইটির প্রথম কবিতাটি পড়েই বইটি নিয়ে যাবার আবদার করলে আমি বইটি তাকে দিয়ে দেই। পরবর্তীতে সরাসরি প্রকাশকের সাথে যোগাযোগ করে আমি আবার বইটি সংগ্রহ করি। বইয়ের কবিতাগুলো এতই অসাধারণ আর এতটাই জীবন ঘনিষ্ঠ যে, এক একটা কবিতা পড়ার পরে অনন্ত কয়েক সপ্তাহ সেই কবিতার রেশ মনের মধ্যে থেকে যায়। আমি খুব ধিরে সুস্থেই কবিতা গুলো পড়ি।

জাকির আবু জাফর সম্পর্কে বলতে গেলে বলতেই হয় তার মতো এতো নিবিড় জীবন ঘনিষ্ঠ আর সহজ ভাষায় কবিতা লেখার গুন বাংলাদেশের আর কারো নেই।

কবিতা গুলো সহজবোধ্য, কিন্তু জাদুকরী… বইটিতে ৫১টি অসাধারণ কবিতা আছে যার মধ্য থেকে প্রথম কবিতাটি গুছিয়ে নেবার গল্প… মানুষের সমস্ত জীবনটাকেই চমৎকার ভাবে গুছিয়ে বর্ননা করে গেছেন কবি।

জীবন গোছাতে গোছাতে মানুষ কিভাবে মৃত্যুকে গুছিয়ে রাখে… অসাধারণ সেই উপলব্ধি। বৃষ্টির পাঠক, চোখতলা, আর নতুন তরিকা… এ যেনো নতুন তরিকায় কবিতা পড়া, জীবনকে পড়া… এর পর আরেকটা মাস্টারপিছ… ভাজ করার কৌশল… ঠিক যেনো গুছিয়ে নেবার গল্পের সিক্যুয়েল…

কীভাবে সুখের নেশায় মানুষ দু:খ কে ভাজ করে রাখে… অন্ধকারের মানচিত্র… সাবলীল ভাবে জীবন কে খুলে ফেলা… প্রদর্শন করার এইযে গুন যা কবিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

তারপর ঠোঁটনামা, দাগ, ছায়া… “আমি শুধু আমার ছায়ায় খুজি আমাকেই… “… তোমাকেই দেখি, তোর দুটি চোখ কবিতাটি থেকে জানমাল বিশ্বাসের চেয়ে বড় কোন সম্পদ নেই।

কৈশোরের নদী সত্যিই আমাকে কৈশোরে নিয়ে গেছে… এটি পড়ার পর আমি কিছুদিন কৈশোরের স্মৃতিতে ডুবে ছিলাম… এমনি বর্ষন ঘোর, মা, এর পর আরেকটি আগামীকাল…
রাত্রির রহস্য থেকে নিজেকে খুলে / খুব যত্নে আকি ভোরের মুখ / আহা ভোর তুমি নববর্ষের মতো নতুন প্রতিদিন / তোমার বুকেই হোক আরেকটি আগামীকাল…

এ এক দুর্দান্ত আশাবাদ… এই আশা নিয়েই আমরা আমাদের টেনে নিয়ে যাচ্ছি, বয়ে বেড়াচ্ছি।

পৃথিবীর পাতা থেকে, প্রেম কি জানে, জীবনের জয়গান, একদিন, সময়ের কয়েদখানা, করোনার বিভীষিকা সমসাময়িক ঘটনা প্রবাহ মানুষের ভিতর যে অস্থিরতা সৃষ্টি করেছে তা কবিতায় তুলে ধরেছেন।

কবি সময়কে ধরে রেখেছেন এই বইয়ে.. উন্নয়ন গণতন্ত্র দিয়ে বুঝিয়ে দিয়েছেন তার রাজনৈতিক সচেতনতা। অভিমান, বুকে বাংলাদেশ, বাংলা ভাষা… দেশের প্রতি প্রগাঢ় মমতার বহিঃপ্রকাশ। আছে জীবন ঘনিষ্ঠ প্রেমের কবিতা প্রলুব্ধ ইংগিত, জিন মেয়ের ধ্বনি, তুমি আসলেই বসন্তকাল, পারো যদি রেখে যাও… মনের কোন নির্বাচন কমিশন নেই… আছে “মুখবই”… আর আধুনিক চমৎকার স্যাটায়ার

জীবন, প্রকৃতি, প্রেম, রাজনীতি, আর তীক্ষ্ণ কটাক্ষ… বাংলা সাহিত্যে ” গুছিয়ে নেবার গল্প ” কাব্যগ্রন্থটি একটা বিশেষ অবস্থান পাবার যোগ্যতা রাখে…

মুলত গুছিয়ে নেবার গল্প বইটিকে আমি এখন পর্যন্ত ২০২৪ সালের শ্রেষ্ঠ প্রকাশিত গ্রন্থ হিসেবে মনে করি। আমি মনেকরি প্রত্যেক সাহিত্য প্রেমি ও কবিতা প্রেমির এই বইটি পড়া উচিৎ। অবশ্য পাঠ্য হিসেবে এই বইটি একেবারে চূড়ায় অবস্থান করুক এই প্রত্যাশা করি।

লেখকের কাছে আবদার # নিয়মিত আমাদের এরকমই অসাধারণ সব সাহিত্যকর্ম উপহার দিবেন। আর চেষ্টা করবেন যেনো বইগুলো সহজে খুজে পাওয়া যায়। মাঝে মাঝে আপনার বই খুজে পাওয়া কঠিন হয়ে যায়।

আমি আমার সকল বন্ধুদের বইটি কিনে পড়তে অনুরোধ করছি। ধন্যবাদ সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *