কবি আমিনুল ইসলাম রোটারি ক্লাবের অ্যাসিস্ট্যান্ট গভর্নর মনোনীত

সময় সংবাদ সিলেট
শেয়ার করুন

বাংলাদেশ ব্যাংকের পরিচালক কবি ও রোটারিয়ান মোঃ আমিনুল ইসলাম ২০২৩-২৪ রোটাবর্ষের জন্য রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর অ্যাসিস্ট্যান্ট গভর্নর মনোনীত হয়েছেন। তিনি ২০২০-২১ রোটাবর্ষে রোটারি ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট ছিলেন। ব্যবসায়ী ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা বিশ্বব্যাপী সেবামূলক সংগঠন রোটারি ইন্টারন্যাশনালে তিনি দীর্ঘদিন যাবৎ জড়িত। ১৯০৫ সালে প্রতিষ্ঠিত রোটারি ক্লাব বিশ্বের অন্যতম প্রাচীন সেবাধর্মী সংগঠনরূপে স্বীকৃত। উচ্চস্তরের মানদণ্ড, সমাজ সেবা ও আন্তর্জাতিক বোঝাপড়ায় এ সংগঠনের ভূমিকা অপরিসীম। প্রাতিষ্ঠানিক ভিত্তি, ব্যবসায় ও পেশাদারী পর্যায়ে উচ্চ নৈতিক মূল্যবোধ গঠন এবং বিশ্বব্যাপী ফেলোশীপ প্রদানের ব্রত নিয়ে আদর্শ সেবা প্রদান কল্পে এ সংগঠনটি যাত্রা শুরু করে। বিশ্বের দুই শতাধিক দেশ ও ভৌগোলিক এলাকায় রোটারি ক্লাবের ১.২২ মিলিয়নেরও অধিক সদস্য রয়েছেন।

রোটারিয়ান মোঃ আমিনুল ইসলাম ১৯৬৭ সালের ১লা জানুয়ারি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ী ইউনিয়নের কালাপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম আব্দুল হাসিম ও মাতার নাম হাজেরা খাতুন। প্রখর মেধাবী মোঃ আমিনুল ইসলাম ঊষাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ১৯৭৬ সালে পঞ্চম শ্রণিতে বৃত্তি পান। ১৯৮২ সালে দীননাথ ইন্সটিটিউশন সাতকাপন হতে প্রথম বিভাগে এসএসসি, সিলেটের মদন মোহন কলেজ হতে ১৯৮৪ সালে প্রথম বিভাগে এইচএসসি পাশ করেন। ১৯৮৭ সালে সিলেটের মুরারী চাঁদ কলেজ হতে অর্থনীতিতে অনার্স ও ১৯৮৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। সবশেষে ২০০২ সালে তিনি পেশাগত ডিগ্রি ডিএআইবিবি অর্জন করেন।

কর্ম জীবনে মোঃ আমিনুল ইসলাম কিছুদিন মিরপুর দাখিল মাদরাসা ও সৈয়দ সঈদ উদ্দিন কলেজে শিক্ষকতা করেন। এরপর ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে অফিসার পদে যোগদান করেন। দীর্ঘ ৩০ বছরের চাকরি জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সবশেষে ২০২২ সালে পরিচালক পদে পদোন্নতি লাভ করেন। এর আগে ২০১২ সালে যুগ্ম পরিচালক ও ২০১৭ সালে উপমহাব্যস্থাপক পদে পদোন্নতি পান।

সফল সংগঠক মোঃ আমিনুল ইসলাম বাংলাদেশ ব্যাংক স্কুল সিলেট ও বাংলাদেশ ব্যাংক নিবাস মসজিদ সিলেটের সম্পাদক হিসেবে কাজ করেন। তিনি ২০০৪ সালে বাংলাদেশ ব্যাংক ক্লাব সিলেটের সাহিত্য সম্পাদক এবং ২০১৭-১৮ সেশনে বাংলাদেশ ব্যাংক ক্লাব ময়মনসিংহের সভাপতি ছিলেন। তাছাড়া তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতি, হবিগঞ্জ সমিতি সিলেট, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ ও সিলেট মোবাইল পাঠাগারের আজীবন সদস্য।

আমিনুল ইসলাম লেখালেখির সাথেও ঘনিষ্ঠ। তাঁর লেখা কবিতা ও নিবন্ধ বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে প্রকাশিত হয়েছে। “প্রশান্তির আচ্ছাদন ” তাঁর প্রথম কবিতাগ্রন্থ যা পাঠক মহলে প্রশংসিত হয়েছে। তাছাড়া তিনি সিলেট কেন্দ্রীয় লেখক ফোরামের সভাপতি, আল মাহমুদ ফাউণ্ডেশনের নির্বাহী সদস্য এবং শিশু-কিশোর সাময়িকী ‘কচি’র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সৌদি আরব,মালয়েশিয়া ও শ্রীলঙ্কা সফর করেছেন। বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে তার লেখা সমূহ সুখপাঠ্য ও তথ্যসমৃদ্ধ।


রোটারি ক্লাব অব সিলেট সিটির পাস্ট প্রেসিডেন্ট কবি ও ব্যাংকার মো: আমিনুল ইসলাম রোটারি ক্লাবের অ্যাসিস্ট্যান্ট গভর্নর মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন রোটারি ক্লাব অব সিলেট সিটির চার্টার প্রেসিডেন্ট ও রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ ইয়ার ২০১৯-২০ এর গভর্নর স্পেশাল এইড, সময় সম্পাদক কবি ও কথাসাহিত্যিক সাঈদ চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *