কবি আবদুল হাই ইদ্রিছী’র সম্পাদনায় বেরিয়েছে মাসিক শব্দচর

সময় সাহিত্য সাম্প্রতিক
শেয়ার করুন

মৌলভীবাজার থেকে বেরিয়েছে কবি আবদুল হাই ইদ্রিছী’র সম্পাদনায় সাহিত্য সংস্কৃতির কাগজ মাসিক শব্দচর। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) শব্দচর সাহিত্য ফোরামের আয়োজনে বিকাল ৩টায় স্থানীয় একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ প্রকাশনা অনুষ্ঠান।

সাবেক সিভিল সার্জন ডা. শফিক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও শব্দচর সাহিত্য ফোরামের (শসাফো) সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক প্রিন্সিপাল কবি প্রফেসর মামুনুর রশীদ। স্বাগত বক্তব্য দেন মাসিক শব্দচর সম্পাদক কবি আবদুল হাই ইদ্রিছী।

প্রকাশনা উৎসবে মুল প্রবন্ধ পাঠ করেন শব্দচর সাহিত্য ফোরামের সাধারণ সম্পাদক মামুন আবদুল্লাহ। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন বিশিষ্ট লেখক ও গবেষক ড. আবু তাহের, কমলগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মুমিত চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট নূরুল ইসলাম শেফুল, কমলগঞ্জের পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, সাপ্তাহিক দেশপক্ষ সম্পাদক কবি মৌসুফ এ চৌধুরী, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি কবি বিশ্বজিৎ রায়, পাক্ষিক কমলকুঁড়ি সম্পাদক
পিন্টু দেবনাথ, লেখক ও গবেষক কামাল আহমদ বাবু, সাংবাদিক শ.ই সরকার জবলু, কবি সৈয়দ রুহুল আমিন। স্বরচিত কবিতা আবৃত্তি করেন মন্জুর খান।
লেখকদের মাঝে আরো উপস্থিত ছিলেন কবি ওমর ওয়াসি, কবি সূফী চৌধুরী, পতনউষার ইউপি সদস্য আব্দুল মুহিত, সাংবাদিক হোসাইন আহমেদ, সাংবাদিক মেরাজ আলী, কবি হোসেন জুবের, সাংবাদিক রফিকুল ইসলাম জসিম, জাবের আহমেদ মান্না, মুর্শেদ আহমদ ও জাহিদ আহমেদ রাফি প্রমূখ।

শব্দচর চলতি সংখ্যা যাদের লেখায় সমৃদ্ধ হয়েছে # কবিতা: আল মাহমুদ, আবদুল হালীম খাঁ, রেজাউদ্দিন স্টালিন, মুসা আল হাফিজ, আহসানুল হক, সাঈদ চৌধুরী, সাঈফ ফাতেউর রহমান, ইমরুল ইউসুফ, শহীদ সাগ্নিক, ইদি আমিন, আহমাদ কাউসার, দ্বীপ সরকার, প্রিন্স এ ওয়াকী, আশরাফ আলী চারু, কামরুজ্জামান হেলাল, এরশাদ জাহান, স্বপন শর্মা, ফরিদ ভূঁইয়া, আবদুল মতিন রিপন, আহমাদ স্বাধীন, ফাতেমা ইসরাত রেখা, জহির সাদাত, সুধাংশু শেখর হালদার, নাসরিন আক্তার, ফারজানা ইয়াসমিন।

#প্রবন্ধ: ড. রফিক রইচ, ড. সৈয়দ রনো #কবিতা: বাছিত ইবনে হাবীব, মুহাম্মদ ওবায়দুল্লাহ, বদরুজ্জামান জামান, গোলাম মোহাম্মদ, মোস্তফা, নাসিমা হক মুক্তা, শাহীন সুলতানা, শামিমা আখতার খান রুনি, পারভীন আকতার, কাজী আনিসুল হক, ইমরান ইমন, মজনু মিয়া, আতাউর রহমান, হাসান স্বজন, জাহেদুল ইসলাম বাঁধন, শাহীনুল ইসলাম, নিশাত ফাতেমা, নূরজাহান নীরা, রাজীব হাসান, কামরুন্নাহার বর্ষা, শাহাদত আজিজ, রমজান আলী রনি, মো. রুবেল আহমেদ. মোঃ আব্দুর রহমান,

#ছোটগল্প: ড. রিটা আশরাফ, নাসীমুল বারী, মুহাম্মাদ সোহাগ। #ছড়া: আনজীর লিটন, জাহাঙ্গীর আলম জাহান, আলম নজরুল, রেদওয়ানুল হক, সাফায়েত আজাদ, অপু চৌধুরী, আজমাইন নিজাম, ননী গোপাল চন্দ্র দাশ, রফিকুল ইসলাম সাবুল, তূয়া নূর, মোহাম্মদ সারোয়ার হোসেন, মুহাম্মদ শহীদুল ইসলাম ফকির, ফজলুল হক পরাগ, কবির কাঞ্চন, মামুন আবদুল্লাহ, সাইফুল্লাহ কায়সার, সুমিতা রাণী, গোলাম আযম, শফিকুল আলম সবুজ, মাহমুদ হাসান, পুলক বিশ্বাস অনিক, রাখাল দাস, কবির আশরাফ, নবী হোসেন নবীন, সাঈদুর রহমান লিটন, অনার্য আমিন, ইলিয়াস পাটোয়ারী, মোহাম্মদ আমিনুল ইসলাম, শাহীন মিয়া শেখ,

#ধারাবাহিক উপন্যাস: নাজিব ওয়াদুদ। #অনুবাদ কবিতা: ইয়ান হ্যামিলটন। #অনুবাদ: কাজী রহিম শাহরিয়ার। #ছড়া: এস এম মুকুল, প্রিন্স আশরাফ, নান্টু বড়ুয়া, সুজন রুহুল, দুখাই মুহাম্মাদ, আনোয়ারুল হক নূরী, হোসাইন মোস্তফা, আহমেদ টিকু, নাজিয়া আফরিন, ফরিদ সাইদ, মুহাম্মদ হাসান মেহেদী, সৈয়দুল ইসলাম, তারিকুল ইসলাম সুমন, মুহাম্মদ ইব্রাহিম বাহারী, ফরিদা আখতার মায়া, সুপদ বিশ্বাস, হুমায়ুন কবির, ওসমান মাহমুদ, নূরুল ইসলাম নাযীফ, জাকির শায়েরী, জোবাইদুল ইসলাম, আশিক রাসেল, ইভা জান্নাত শহিদা, শাকিব হুসাইন, মুনির শফিক, মোহাম্মদ আল জোবায়ের, নাঈমুল হাসান তানযীম, জান্নাত মিমি, আবদুল হাই ইদ্রিছী। #সিলেটী আঞ্চলিক ছড়া: মীর লিয়াকত, আবু সাঈদ রুপিয়ান। #হাইকু: খান কাওসার কবির, টি এইচ মাহির।

অনুষ্ঠানে বক্তারা সুন্দর এই সাহিত্য কাগজের ভূয়সী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *