কঠিন সময়ে উত্তম ধৈর্য দান করুন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. সর্বশক্তিমান। কঠিন সময়ে আমাদের উত্তম ধৈর্য দান করুন। আমাদের পরীক্ষাগুলি আরও খারাপ হতে পারে তা স্বীকার করেও যেন আমরা কৃতজ্ঞ হতে শিখি। আসুন আমরা আপনার পরিকল্পনার উপর আস্থা রাখি এবং আপনার উপর সম্পূর্ণ নির্ভর করি। ভাল ও খারাপ উভয় সময়ে আপনার কাছাকাছি থাকতে আমাদের সাহায্য করুন। আমীন।

দুই. বিষাক্ত ও বিরক্তিকর মানুষের আচরণ উপেক্ষা করতে শিখুন। এটি সত্য যে, তারা আঘাতের শিকার হচ্ছে; এই কারণেই তারা অন্যদের আঘাত করা বেছে নেয়। তারা ভয় ও নিরাপত্তাহীন অবস্থায় থাকে। তারা যে ঘৃণা ছড়ায় তা উপেক্ষা করুন। ধৈর্য ও ভালবাসার সাথে এর প্রতি সাড়া দিন। তাদের জন্য প্রার্থনা করুন, সর্বশক্তিমানকে তাদের জন্য কল্যাণ মঞ্জুর করতে প্রার্থনা করুন।

পূনশ্চ

এক. এমন অনেকেই আছেন যারা অন্যদের জীবনে বিশেষজ্ঞের মতো আচরণ করেন। যারা অন্য লোকেদের দিকে পাথর নিক্ষেপ করার চেষ্টা করেন তারা নিজেরা নিখুঁত নন। বলা হয় যে শুধুমাত্র যাদের নিজেদের খারাপ জিনিস লুকিয়ে রাখতে হয় তারাই নিজের দিক থেকে মনোযোগ সরাতে অন্যের দিকে কাদা ছুঁড়ে।

দুই. যাদের অন্তর সর্বশক্তিমানের সাথে সংযুক্ত তারা অন্য সবাই কী করছে, অন্যদের কী আছে এবং তাদের জীবনে কী ঘটছে তা দেখার জন্য সময় নষ্ট করে না। এই ধরনের মানুষ তাদের নিজেদের কাজ মনে রাখে। অন্যদের বিষয় না দেখে সর্বশক্তিমান তাদের জীবনে যা রেখেছেন তার উপর মনোযোগ দিতে তারা বেশি ব্যস্ত থাকে।

তিন. উত্থান-পতন জীবনের অংশ। কোন মসৃণ রাস্তা আশা করবেন না। কিন্তু সর্বশক্তিমান আপনাকে কখনই হতাশ করবেন না যদি আপনি ভালো ধৈর্য ধারণ করেন এবং তাঁর উপর বিশ্বাস রাখেন। মনে রাখবেন, তাঁর সাথে আপনার সংযোগ চিরন্তন। এই দুনিয়ার পিছনে সময় নষ্ট করবেন না কারণ এতে আপনি হতাশ এবং দু:খিত হবেন।

চার. আপনার যে একমাত্র ব্যক্তির সাথে প্রতিযোগিতা করা উচিত সেই ব্যক্তি হলেন আপনি নিজেই। আপনি হবেন সেই ব্যক্তি যিনি গতকাল যা ছিলেন তাকে ছাড়িয়ে যাবেন আজ। আপনার নিজের উপর এবং নিজের ত্রুটিগুলির উপর মনোনিবেশ করুন। এর লক্ষ্য হবে প্রতিটি নতুন দিনের সাথে সাথে আরও ভাল মানুষে পরিণত হওয়া। আপনার ঘাস কখনই অন্য কারও লনকে ফোকাস করে সবুজ হবে না।

পাঁচ. অতীতে আমরা সবাই ভুল বাছাই করেছি। আফসোসকে আচ্ছন্ন করতে দেবেন না আপনাকে। ট্র্যাকে ফিরে আসুন। সর্বশক্তিমানের সাহায্য প্রার্থনা করুন এবং বিশ্বাস করুন যে তিনি আপনার জন্য মঙ্গল চান। বিশ্বাস করুন যে তিনি অতীতকে ছাড়িয়ে নিয়ে যাবেন এবং আপনার বর্তমানটিকে পুনরুদ্ধার করবেন। খারাপটিকে পিছনে ফেলে বিশ্বাস সাথে নিয়ে এগিয়ে যান।

ছয়. জীবনে কোন কিছুই নিশ্চিত নয়। কোন কিছুকেই নিশ্চিত হিসাবে নেবেন না। এখানে আজ আছে, কাল চলে যাবে- এটিই বাস্তব এবং আমরা অনেকেই আমাদের প্রিয়জন এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে এটি ঘটতে দেখি। আমরা কখনই জানি না আমাদের সময় কখন শেষ হবে। তাই ক্ষমা করুন, কল্যাণ ছড়িয়ে দিন এবং আমাদের যাত্রার শুভ সমাপ্তির জন্য প্রার্থনা করুন।

দ্রষ্টব্যঃ

এবং যারা তাদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে, নামাজ কায়েম করে, আমি তাদের যে জীবনোপকরণ দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং যারা ভালো দ্বারা মন্দ দূরীভূত করে, তাদের জন্য শুভ পরিণাম। (সুরা রাদ : ২২)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *