ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মরণে অনুষ্ঠিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা

ফিচার বিনোদন
শেয়ার করুন

সঙ্গীত আচার্য্য ওস্তাদ আলাউদ্দিন খাঁ এর স্মরণে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপ-মহাদেশীয় শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা। মিউজিক অ্যালায়েন্স ওয়ার্ল্ডওয়াইড ফাউন্ডেশন (মঁ ফাউন্ডেশন) এর উদ্যোগে এবং আলিয়ান্স ফ্রঁসেজ এর সহযোগিতায় এই সঙ্গীত সন্ধ্যা শুরু হবে ১৩ জুন, সোমবার সন্ধ্যা ৬টায় আলিয়ান্স ফ্রঁসেজ দো ঢাকার নুভেল ভ্যাগ অডিটোরিয়ামে।

এই অনুষ্ঠানটি ওস্তাদ আলাউদ্দিন খাঁ এর শততম জন্মবার্ষিকী এবং ৫০ তম মৃত্যুবার্ষিকী স্মরণে বছরব্যাপী দুই বাংলায় উদযাপনের উদ্বোধন।

মিউজিক অ্যালায়েন্স ওয়ার্ল্ডওয়াইড ফাউন্ডেশন (মঁ ফাউন্ডেশন) এর উদ্যোগে এবং আলিয়ান্স ফ্রঁসেজ এর সহযোগিতায় সঙ্গীত আচার্য্য ওস্তাদ আলাউদ্দিন খাঁ এর স্মরণে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি উপ-মহাদেশীয় শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা।আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে থাকছে সঙ্গীত আচার্য্য ওস্তাদ আলাউদ্দিন খাঁনের ওপর একটি সংক্ষিপ্ত ডকুমেন্টারি এবং এরপর যন্ত্র সঙ্গীত পরিবেশন। অনুষ্ঠানের দ্বিতীয় অংশ শুরু হবে বিশিষ্ঠ বংশীবাদক মুর্তজা কবির মুরাদ (বাংলাদেশ), সরোদ বাজাবেন ওস্তাদ আলাউদ্দিন খান এর প্রৌপুত্র এবং ওস্তাদ আলী আকবর খান এর নাতি সিরাজ আলী খান (পশ্চিম বঙ্গ), সেতার ও সরোদ যুগলবন্দী বাজাবেন ওস্তাদ আয়েত আলী খানের প্রৌপুত্রী এবং ওস্তাদ শাহাদাত হোসেন খানের কণ্যা আফসানা খান ও রুখসানা (বাংলাদেশ)। তবলাতে সংগাত করবেন মৈনাক বিশ্বাস (পশ্চিমবঙ্গ) ও জাকির হোসেন (বাংলাদেশ), এবং তানপুরাতে থাকছেন চেমন ফারিয়া ইসলাম মেঘলা (বাংলাদেশ)।

বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের শিল্পীদের সমন্বিত এই শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা উৎসর্গ করা হচ্ছে প্রয়াত একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট সরোদ বাদক উস্তাদ শাহাদাত হোসেন খান এর উদ্দেশ্যে। এই ক্ষণজন্মা সঙ্গীতজ্ঞ করোনা আক্রান্ত হয়ে গত ২০২০ সালের ২৮ এ নভেম্বর অকালে প্রয়াত হন। গত তিন বছর করোনা ভাইরাস এর কালে জীবন থমকে ছিল। এই অনুষ্ঠানের মাধ্যমে মিউজিক অ্যালান্স ওয়ার্ল্ডওয়াইড (মঁ -ফাউন্ডেশন) কোভিড-১৯ পরবর্তীকালে আবার শাস্ত্রীয় সঙ্গীত কনফারেন্সের কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করল।

মিউজিক অ্যালায়েন্স ওয়ার্ল্ডওয়াইড ফাউন্ডেশন (মঁ ফাউন্ডেশন) এর প্রতিষ্ঠাতা মেহ্জাবীন রহমান। তিনি জানান, মঁ ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান। এর মূল মন্ত্র হচ্ছে ,“Bridging the gap through music .” এর উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে শাস্ত্রীয় সংগীতে উৎসাহ করা।

আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *