ওসমান হাদী, এক অনন্য লড়াকু : জাকির আবু জাফর

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

তোমাকে স্যালুট হে ওসমান হাদী
তোমাকে অভিবাদন, তোমাকে সশ্রদ্ধ সালাম,
কৃতজ্ঞচিত্তে তোমাকে জানাই অনন্ত সম্মান
ক্ষোভে ধূমায়িত বাংলাদেশ থেকে তোমাকে
বিপ্লবী অভিনন্দন

তুমি ঝাঁকিয়ে জাগিয়ে দিলে বাংলাদেশ!

তোমার অনন্তযাত্রা এতটা বর্ণাঢ্য হবে কে জানতো
তোমার জান্নাত প্রার্থনায় ঊর্ধ্বমূখী হবে এত হাত কে জানতো
কে জানতো তোমার অন্তিম প্রার্থনায় ভিজে উঠবে- এত এত চোখ
তোমার খাটিয়া ঘিরে সমবেত বাংলাদেশের হৃদয় !

তুমি এই বাংলাদেশের এক নতুন অধ্যায়
এক নতুন ইতিহাস
তুমি খালিদ তারিক মুসাদের সম্ভ্রান্ত উত্তরসূরী
বখতিয়ার থেকে শাহজালাল, খান জাহান থেকে
শাহ মাখধুম, তারপর আবরার,
আবু সাঈদ থেকে মুগ্ধ আনাস,
শহীদী মিছিলের এক অনন্য যাত্রী তুমি
তোমার কণ্ঠে বেজে উঠলো বাংলাদেশ!

জুলাই বিপ্লবের বিস্ময় থেকে তোমার উত্থান
রক্তাক্ত রাজপথ থেকে তোমার উত্থান
ইনসাফ প্রতিষ্ঠার প্রচণ্ড তৃষ্ণা থেকে
তোমার উত্থান
গণতন্ত্রের নতুন আঙ্গিক থেকে তোমার উত্থান

তুমি জাগ্রত জনতার স্বপ্নের স্লোগান
তুমি বিপ্লবী জনতার আকাঙ্ক্ষার প্রতীক
তুমি ন্যায় প্রতিষ্ঠার এক দুর্বার আন্দোলন
তোমার মুখ আজ সমগ্র বাংলাদেশের মুখ!

প্রিয় হাদী-
তুমি তোমার হৃদয়টি যেমন করে বিছিয়ে দিলে
বাংলাদেশের বুকে, তেমন করে আজ বিছিয়ে দিতে প্রস্তুত লক্ষ লক্ষ বুক!
তেমন করেই নিজেকে নিঃশেষে বিলিয়ে দিতে শপথবদ্ধ আজ

তোমার সাথীরা এখন তোমার স্বপ্নের পাহারাদার
তোমার সঙ্গীরা এখন আগ্রাসনের বিরুদ্ধে লড়াকু!
তোমার ভাই বোনেরা এখন অপসংস্কৃতির বিরুদ্ধে প্রবল সংগ্রামী।
তোমার রক্তের প্রতিটি ফোঁটার বদলা নিতে তারা প্রস্তুত!

তুমি এমনই সৌভাগ্যবান হাদী-
আমাদের সকল তারুণ্য এখন তুমি হতে চায়
প্রতিটি তারুণ্যের বুক এখন তোমার বুক
প্রতিটি তারুণ্যের চোখ এখন তোমার চোখ
প্রতিটি তারুণ্যের মুখ এখন তোমার মুখ
তারুণ্যের প্রতিটি পদক্ষেপ এখন তোমার পদক্ষেপের প্রতিশ্রুতি
সকলেই চায় তোমার মতো জাগ্রত হৃদয়
সকলেই হতে চায় মৃত্যুহীন প্রাণ
কেমন করে এমন আঁচড় কেটেছো জনতার হৃদয়ে!

তুমি এমনই ভাগ্যবান হাদী
তোমার মৃত্যুতে অকস্মাৎ কেঁদে উঠলো
মধ্যরাত কেঁদে উঠলো ছত্রিশ কোটি চোখ
অকাতর কেঁদে উঠলো সমগ্র বাংলাদেশ

তুমি সেই বীর যে মৃত্যুকে ছাপিয়ে গেয়েছো জীবনের গান!
যে জীবনকে নিয়ে গেছো মহা জীবনের কাছে!
আর এক মোহনায় মিলিয়ে দিয়েছো বাংলাদেশ!

দেখো তোমার সাথীরা ক্ষোভের আগুনে পোড়ায় আদিপত্যবাদ!
তোমার রক্তের প্রতিটি ফিনকি থেকে জন্মায় নতুন হাদী
তোমার স্বর থেকে ছড়ায় লক্ষ লক্ষ কণ্ঠস্বর
প্রস্তুত হয় নতুন যোদ্ধার হৃদয়
যারা বিশ্বাসে খালেস, চরিত্রে উত্তম
সততায় নিষ্কলুষ, পৃথিবী চুম্বন করে তাদের পা!

গণতন্ত্রের নতুন যাত্রায় তুমি এক মনোজ্ঞ অভিযাত্রী
নির্বাচনী সংস্কৃতির তুমি এক নতুন শিল্পী
তুমি নিঃস্বার্থ নির্লোভ নিরহংকারী বিপ্লবী
তোমার স্বপ্নের ভেতর জেগেছিলো নতুন বাংলাদেশ!

কী ভগ্য তোমার হাদী-
আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি
যার বিদ্রোহের উত্তাপ স্পর্শ করেছিলো তোমাকে
যার দ্রোহের বারুদ ছুঁয়েছিলো তোমার বুক
যার কবিতায় উত্তাল হয়েছিলো তোমার কণ্ঠস্বর
তারই পাঁজরঘেঁষে হলো তোমার চিরদিনের ঘর
আহা কী অবিস্মরণীয় বিস্ময়
কী সৌভাগ্যের পরশ বুলিয়ে দিলো তোমাকে
যাকে ভালোবেসে হয়েছো লড়াকু,
যাকে তুমি সংগ্রামের প্রতীক করেছিলে
তার বুকের পাশেই পেলে শেষ আশ্রয়!

তুমি আমাদের সংগ্রামের এক অনন্য গ্রন্থ
তুমি জুলাই বিপ্লবের এক মহাকাব্য
তোমাকে পাঠ করবে আগামী বাংলাদেশ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *