এমএপিএস’র আড়ম্বরপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

সাঈদ চৌধুরী

বিলেতে বাংলাদেশী পেশাজীবী এবং উচ্চ শিক্ষার জন্য আগতদের নিয়ে শুক্রবার (২৯ মার্চ ২০২৪) ইস্ট লন্ডনের বারাকা ইটারিতে এক আড়ম্বরপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মুসলিম এসোসিয়েশন অব প্রফেশনাল এন্ড স্টুডেন্ট (MAPS) এই ইফতার ও আলোচনা সভার আয়োজন করে।

এমএপিএস প্রেসিডেন্ট হাসানুল বান্নার সভাপতিত্বে ও সেক্রেটারি ড. মেহদি হাসান ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে আলোচনা ও সেবা প্রদানে অংশগ্রহন করেন সংগঠনের ফাইন্যান্স সেক্রেটারি মাহবুব আলম ভূঁইয়া, অর্গানাইজিং সেক্রেটারি আবু সালেহ ইয়াহইয়া, কালচার এন্ড মিডিয়া সেক্রেটারি মো: বদরুজ্জামান, সোসিয়াল ওয়েলফেয়ার সেক্রেটারি ইউসুফ মজুমদার, ডিজিটাল ট্রান্সফরমেশন সেক্রেটারি ব্যারিষ্টার নজিব উল্লাহ প্রমুখ।

সংগঠনের সাথে জড়িত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, ডক্টর, ব্যারিস্টার, সলিসিটর, ইঞ্জিনিয়ার, লেখক-গায়ক-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং কমিউনিটি ব্যক্তিত্ব ইফতার মাহফিলে যোগ দেন।

অনুষ্ঠানে রাসূল (সা.) এর জীবন সম্পর্কে আলোচনা করে বলা হয়, মহানবীর প্রতিটি দিক ছিল অন্যান্য দিকের সাথে পুরোপুরি ভারসাম্যপূর্ণ। জীবনের প্রতিটি ক্ষেত্র ছিল একইরকম পূর্ণতা ও উৎকর্ষতা দ্বারা শোভিত। যেখানে আনন্দের পাশাপাশি গুরুগম্ভীরতার প্রতাপ যেমন রয়েছে, তেমনি সৌন্দর্যের চমকও রয়েছে। আধ্যাত্মিকতার সাথে রয়েছে বৈষয়িকতার সমন্বিত অবদান। অর্থনৈতিক সমাধানের সাথে পরকালের ভাবনা ও জবাবদিহিতা সমানভাবে গুরুত্ব পেয়েছে।

অনুষ্ঠানে দৃঢ়তার সাথে উল্লেখ করা হয়, রাসূল (সা.)-এর জীবনচরিত আমাদের মধ্যে যথার্থ প্রতিফলন ঘটাতে পারে কেবল তখনই, যখন আমরা রাসূলের সমগ্র জীবন যে মহান কাজে নিয়োজিত ছিল এবং মহান লক্ষ্য বাস্তবায়নের সর্বাত্মক সংগ্রামে উৎসর্গিত ছিল, সেই একই লক্ষ্যে একই সংগ্রামে যখন আমাদের জীবনকেও উৎসর্গ করতে পারব।

অনুষ্ঠানে জাতির নেতৃত্ব প্রদানে অষ্টপ্রহর ব্যস্ত থাকার পাশাপাশি দাম্পত্য জীবনের কর্মকান্ড সুচারুভাবে পরিচালনা, মজলুমদের সাহায্য ও জালেমদের প্রতিরোধের ব্যবস্থা-সহ সামষ্টিক শৃঙ্খলার সাথে ভারসাম্যপূর্ণ জীবন গড়ার ক্ষেত্রে একে অপরকে সহায়তা ও প্রেরণা সঞ্চারের জন্য আহবান জানানো হয়।

আলোচনা শেষে ইফতারের পূর্বে ফিলিস্তিনের নিপীড়িত জনতার জন্য আল্লাহর সাহায্য এবং আমাদের দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

উল্লেখ্য, মুসলিম এসোসিয়েশন অব প্রফেশনাল এন্ড স্টুডেন্ট (MAPS) মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষজনের মুখপাত্র সংগঠন। সময়ের চাহিদার আলোকে পেশাজীবীদেরে নিজ নিজ পেশার কণ্ঠস্বর হিসেবে প্রস্তুত করা ও তাদের স্বার্থ নিশ্চিত করতে সহায়তা প্রদান, বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সাফল্য অর্জনে সহায়তা, পাস করে বের হয়ে আসার পর তাদের গাইড দেওয়া, তাদের জন্য বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের দিয়ে সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করা, সফল ব্যবসায়ী, সরকারি-বেসরকারি চাকরিজীবী, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সমন্বয় সাধন এবং ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করার কর্ম প্রয়াসে প্রতিশ্রুতিবদ্ধ। এমএপিএস এক্ষেত্রে গ্রেট ব্রিটেনে নতুন মাত্রা সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *