এবছর ঈদুল ফিতর কোন তারিখে উদযাপিত হবেঃ ড.যুবাইর মুহাম্মদ এহসানুল হক

ধর্ম ও দর্শন সময় চিন্তা সাম্প্রতিক
শেয়ার করুন

ড.যুবাইর মুহাম্মদ এহসানুল হকঃ ২০২৩ খ্রিস্টাব্দের (১৪৪৪ হিজরির) ঈদুল ফিতর কোন তারিখে উদযাপিত হবে। বিষয়টি নিয়ে প্রতিবছর আমরা নানা অভিমত দেখতে পাই। প্রিয় পাঠক, চলুন দেখে আসি এবছর ঈদুল ফিতর কোন তারিখে উদযাপিত হবে।

বাংলাদেশঃ
১৪৪৪ হিজরির শাওয়াল মাসের জ্যোতির্বৈজ্ঞানিক নবচন্দ্র: ২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার, গ্রিনিচ মান সময় ৪:১২:১০।
তখন ঢাকার সময় ১০:১২:১০ ঘটিকা। ওই দিন ঢাকায় সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ৮ ঘন্টা ১০ মিনিট। এ চাঁদ কোনভাবেই দেখা যাবে না, টেলিস্কোপ দিয়েও না।

তাই ২১ এপ্রিল, শুক্রবার বাংলাদেশে ২৯ রোযা পালন করা হবে। শুক্রবার সন্ধ্যায় সারাদেশে খালি চোখে খুব ভালোভাবে চাঁদ দেখা যাবে, কারণ তখন চাঁদের বয়স হবে ৩২ ঘন্টা ১০ মিনিট। অর্থাৎ এ বছর বাংলাদেশে রোযা হবে ২৯ টি এবং ২২ এপ্রিল ২০২৩ শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

সৌদি আরবঃ
২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার মাক্কায় যখন সূর্যাস্ত হবে তখন নবচন্দ্রের বয়স হবে ১১ ঘন্টা ৩০ মিনিট। এ চাঁদও দেখা প্রায় অসম্ভব, এমনকি টেলিস্কোপেও দেখার সম্ভাবনা ক্ষীণ। সেক্ষেত্রে সৌদি আরবে ৩০ রোযা পূর্ণ হবে এবং শনিবার বাংলাদেশের সাথেই সৌদির ঈদ হবে- এমন সম্ভাবনার কথা ভাবা যায়।

কিন্তু আমরা অতীতে দেখেছি, সৌদির ক্ষেত্রে ক্ষীণ সম্ভাবনা রূপ নেয় পূর্ণ সম্ভাবনায়। তাই অবাক হওয়ার কিছু থাকবে না, যদি আমরা এমনটি শুনি যে, ২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে, তাই তারা শুক্রবার ঈদ পালন করবে। সৌদির প্রতিটি মারসাদ টেলিস্কোপসজ্জিত, তদুপরি সৌদি আরবের বিস্তীর্ণ মরুভূমির (যেমন শূন্য চতুর্থাংশে) পরিস্কার আকাশে অপেক্ষাকৃত ক্ষুদ্রাকার চাঁদ দেখার সম্ভাবনা বেশি।

ইন্দোনেশিয়া-মালয়েশিয়া ও অন্যান্য দেশঃ
এবার অনেকের ভুল ধারণা দূর হবে। ইন্দোনেশিয়া-মালয়েশিয়া সৌদির অন্ধ অনুসরণ করে না। এ বছর দেশ দু’টিতে রোযা শুরু হয়েছে আমাদের একদিন পূর্বে, সৌদির সাথে। কিন্তু ওরা ঈদ উদযাপন করবে আমাদের সাথে। অর্থাৎ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ৩০ রোযা হবে।

পাকিস্তান আমাদের একদিন আগে রোযা শুরু করেছিল, কিন্তু ওদের ঈদ হবে আমাদের সাথে। সৌদি আরব যদি শুক্রবারে ঈদ উদযাপনের ঘোষণা দেয়, তাহলে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ (যেমন ওমান) সৌদির অনুসরণ করবে না। তুরস্ক ঈদ উদযাপন করবে ক্যালকুলেশন করে। তাই তারা শুক্রবার ঈদ উদযাপন করবে, কারণ তুরস্ক সময় বৃহস্পতিবার সন্ধ্যায় Elongation = 8* হয়ে যাবে।

(লেখকঃ অধ্যাপক ও বর্তমান চেয়ারম্যান, আরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *