উপদেষ্টাদের অতিকথন কাম্য নয় ।। রেজাউর রহমান সোহাগ

সাম্প্রতিক
শেয়ার করুন

দেশের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রত্যাশিত অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর ইতিমধ্যেই নতুন সরকার তাদের কার্যক্রম শুরু করেছে। দেশের সর্ব শ্রেণী-পেশার মানুষের এই নতুন সরকারের কাছে প্রত্যাশা অনেক। ইতিমধ্যেই সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও এই বিষয়টি বারবার জনগণের সামনে এনেছেন এবং জনগণের কাছে সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন। বারবার হোঁচট খাওয়া আশাবাদী জনগণ মনে প্রাণে প্রত্যাশা করছেন এই সরকারের সফলতা ও নতুন এক বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ও সঠিক পদক্ষেপ গ্রহণের উদ্যোগ।

নিঃসন্দেহে বর্তমান আর্থিক সঙ্কট ও বর্তমানে দেশে বিরাজমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করে এই সরকারের এগিয়ে যাওয়া অবশ্যই একটি কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মুখে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তাদেরকে দায়িত্ব পালন করতে হবে অত্যন্ত সতর্কতার সাথে। এদের কিঞ্চিত ভুলের কারণে জাতিকে যে কোনো সময় দিতে হতে পারে বড় কোনো মাশুল। কারণ, অতীতের বিভিন্ন সময়ের সরকারগুলোর শাসনামল প্রত্যাশিত সুখকর ছিল না জনগণের কাছে।

বাংলায় একটি প্রবাদ আছে, “কথা কম কাজ বেশি”। এই মুহূর্তে এই কথাটিই সবচেয়ে বেশি প্রযোজ্য বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের জন্য। কারণ, সরকার গঠনের এক সপ্তাহ না যেতেই ইতিমধ্যেই কোনো কোনো উপদেষ্টার অতিকথন এবং প্রয়োজন ছাড়া মিডিয়ার সামনে হাজির হওয়ার একটি ভয়াবহ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা কোনোভাবেই কারো কাছে কাম্য নয়। ব্যাপারটি নিয়ে ইতিমধ্যেই ছাত্র-জনতার মাঝে ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। বিগত দিনে যে সকল ছাত্র-আন্দোলনের নেতা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ছিলেন এবং এই ছাত্র-জনতার আন্দোলনে নির্ভীক ভূমিকা পালন করেছেন তারাও এখন বিরক্ত এবং ক্ষুব্ধ এইসব উপদেষ্টাদের অতিকথনের কারণে।

ইতিমধ্যে কয়েকজন জনপ্রিয় টিভি টক-শো ব্যক্তিত্ব যারা এই আন্দোলনে অত্যন্ত বলিষ্ঠ ও সাহসী ভূমিকা রেখেছেন, তারাও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টার অতিকথনের ব্যাপারটি নিয়ে প্রচণ্ডভাবে ক্ষোভ প্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে এবং সামনে পর্বতসম কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় অবিলম্বে সরকারের উপদেষ্টাদের এই ব্যাপারে সচেতন হওয়া অত্যন্ত জরুরি ও বাঞ্ছনীয়। অনেকেই মনে করছেন জরুরি ভিত্তিতে এই ব্যাপারে অবিলম্বে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *