ইসলামী চিন্তাবিদ মাওলানা লুৎফর রহমানের আমেরিকা সফর

ইসলামী চিন্তাবিদ মাওলানা লুৎফর রহমানের আমেরিকা সফর

আমেরিকা বাংলাদেশ সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা লুৎফর রহমান ‘মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা’র আমন্ত্রণে গত ১৫ আগস্ট, মঙ্গলবার রাতে আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আগামী ১৮-২০ আগস্ট আমেরিকার পেনসিলভিনিয়াতে অনুষ্ঠিতব্য “মুনা কনভেনশন ২০২৩” এ বাংলাদেশ কমিউনিটির প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন তিনি।

এক মাসের এ সফরে আমেরিকার মুসলিম কমিউনিটির উদ্যোগে আয়োজিত বিভিন্ন অঙ্গরাজ্যে, মাসজিদে অনুষ্ঠিতব্য তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসাবে তিনি বক্তব্য রাখবেন।

আমেরিকার সফর শেষে কাতারের বাংলাদেশ কমিউনিটির আমন্ত্রণে আগামী ১৭ সেপ্টেম্বর ক্ষণজন্মা এই ইসলামিক স্কলার কাতার সফর করবেন । কাতারের কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ শেষে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে তিনি বাংলাদেশে ফিরবেন। তিনি দেশের সকলের নিকট দুআ কামনা করেছেন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ্ব মাওলানা লুৎফর রহমান একজন ক্ষণজন্মা ব্যক্তিত্ব। তার ওয়াজ শুনে অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি অসংখ্য মসজিদ,মাদ্রাসা,এতিমখানা ইসলামী পাঠাগার দেশে-বিদেশে প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান কান্ট্রি চেয়ারম্যান হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন। একজন স্বনামধন্য বক্তা হিসেবে দেশে-বিদেশে সমাজে বহুল পরিচিত মাওলানা লুৎফর রহমান। ইসলামের দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দিতে তিনি ইতিপূর্বে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন কোরিয়া, জাপান, প্রাচ্য ও পাশ্চাত্যের অসংখ্য দেশ ভ্রমণ করেন।

মাওলানা লুৎফুর রহমানের বইসমূহঃ
চার ইমামের জীবনী, আল কোরআনের বিষয়ভিত্তিক অভিধান, আসান ফেকাহ্‌ (১ম ও ২য় খণ্ড একত্রে), তাম্বিহুল গাফেলিন, মুসলিম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রা., ইসলামের ফরজ বিধান পর্দা, মুসলিম জাহানের চার খলিফার জীবনী, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রা., ইসলামে চারিত্রিক পবিত্রতা ও সতীত্ব রক্ষার বিধান ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *