ইসলামাবাদের আইজিপির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

লাহোর হাইকোর্ট (এলএইচসি) গত সোমবার ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ডক্টর আকবর নিসার খানের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পিটিআই সভাপতি পারভেজ এলাহির গ্রেফতার সংক্রান্ত একটি অবমাননা মামলায় আদালতে হাজির হতে ব্যর্থ হওয়ার কারণে এ পরোয়ানা জারি করা হয়।

গত সেপ্টেম্বর লাহোর হাইকোর্ট এলাহীকে মুক্ত করা এবং কোনো সংস্থা বা প্রতিরোধমূলক আটকের বিরুদ্ধে তার সম্ভাব্য গ্রেফতারের বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা আদেশ জারির পরই ইসলামাবাদ পুলিশ তাকে তার বাসভবনের কাছে পুনরায় গ্রেফতার করে। পুনরায় গ্রেফতারের পর এলাহীকে আদালতে হাজির করার নির্দেশনা এবং ‘ইচ্ছাকৃত অবাধ্যতার’ ভিত্তিতে পাঞ্জাব পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অবমাননার কার্যক্রম শুরুর জন্য এলএইচসি-তে দুটি আবেদন দাখিল করেন পিটিআই সভাপতির স্ত্রী কায়সারা এলাহী।

৪ সেপ্টেম্বর লাহোর হাইকোর্টে পারভেজের উপস্থিতির আবেদনের শুনানির সময় আইজিপি খানকে আদালত অবমাননার কারণ দর্শানোর নোটিশ জারি করে। এর পরদিন এলএইচসি তাকে এলাহীসহ ৬ সেপ্টেম্বর ব্যক্তিগত ক্ষমতায় আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। কিন্তু ৬ সেপ্টেম্বর শুনানির সময় ইসলামাবাদের অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানান যে, ইসলামাবাদের আইজির সুপ্রিম কোর্টে হাজির হতে হয়েছে বলে তিনি এলএইচসির নির্দেশ মানতে পারেননি।

এরপর গতকাল এলএইচসি বিচারপতি মির্জা ওয়াকাস রউফ আদালত অবমাননার আবেদনের শুনানি শুরু করেন। আদালতের আদেশ অনুসারে, নোটিশ জারি সত্ত্বেও ইসলামাবাদের আইজিপি উপস্থিত না থাকায় আদালত রায় দিয়েছে যে, তার গ্রেফতারের জন্য একটি জামিনযোগ্য পরোয়ানা জারি করা হবে যেখানে ফেরতযোগ্য ৫০ হাজার রুপি ইসলামাবাদের বিজ্ঞ দায়রা বিচারকের কাছে পুলিশ সুপারিনটেনডেন্টের মাধ্যমে কার্যকর হবে।

আদেশে বলা হয়েছে, বিবাদী মামলায় তার উত্তর দাখিল করেছেন এবং পাঞ্জাব পুলিশ প্রধানও এলএইচসি’র ৪ সেপ্টেম্বরের আদেশ অনুসারে তার প্রতিবেদন জমা দিয়েছেন। আবেদনকারীর আইনজীবী প্রতিবেদনটি দেখতে চেয়েছিলেন এবং এর জন্য অনুমতি দেয়া হয়েছে। পরবর্তী শুনানি ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। সূত্র : ডন নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *