ইসরায়েলের দুই শহর মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকি দিল ইরান

আন্তর্জাতিক সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুটি শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিল ইরান। ইরানের স্থল বাহিনীর কমান্ডার কিয়োমার্স হেইদারি এই হুমকি দিয়েছেন। শহর দুটি হল- রাজধানী তেল আবিব ও হাইফা।

কিয়োমার্স হেইদারি বলেছেন, শত্রুরা (ইসরায়েল) কোনও ভুল করলে আমরা তেল আবিব এবং হাইফাকে সর্বোচ্চ নেতার নির্দেশে মাটির সঙ্গে মিশিয়ে দেব। আমরা এতসব সামরিক সরঞ্জাম মজুত করেছি কেবল শত্রুদের বোকামিপূর্ণ আচরণ ও পদক্ষেপ মোকাবিলা করার জন্য।

ইরানি সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার কিয়োমার্স হেইদারি আরও বলেছেন, মুসলমানদের যেসকল ভূখণ্ড ইসরায়েলিরা দখল করে রেখেছে সেগুলো আগামী ২৫ বছরের মধ্যে মুসলমানদের হাতে ফিরে আসবে। আমাদের সেনাবাহিনীর হালকা অস্ত্রগুলোর আধুনিকায়নের কাজ চলছে।তিনি আরও বলেন, বর্তমানে ইরানের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা শত্রুদের চোখের কাঁটায় পরিণত হয়েছে। এসময় তিনি সশস্ত্র বাহিনীর ড্রোন সিটির কথাও উল্লেখ করেন।

উল্লেখ্য, গত মে মাস থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হুমকি চলছে। মে মাসের শেষ দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, প্রক্সির মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে কার্যক্রম চালাচ্ছে ইরান। এসব কর্মকাণ্ডের জন্য ইরানকে শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দেন এই ইহুদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী।

এর আগের সপ্তাহে রেভ্যুলেশনারি গার্ডের কর্নেল হাসান সাঈদ খোদাই গুলিতে নিহত হন। এ ঘটনায় ইসরায়েলকে দায়ী করে তীব্র প্রতিশোধ নেওয়ারও হুমকি দিয়েছে ইরান।

সূত্র: প্রেসটিভি, টাইমস অব ইসরায়েল, মেহের নিউজ, তেহরান টাইমস

আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *