ইসরায়েল নিয়ে মন্তব্যের জেরে কমিটি থেকে বাদ পড়লেন ইলহান ওমর

আমেরিকা সাম্প্রতিক
শেয়ার করুন

ইলহান ওমর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রগতিশীল ও মুসলিম কংগ্রেসওম্যান হিসেবে পরিচিত। ইহুদিবাদী ইসরায়েলের সমালোচনা, ফিলিস্তিনে দমনপীড়নের জন্য ইসরায়েলকে তিরস্কার সহ কংগ্রেসে ডেমোক্র্যাট পার্টির সদস্যদের কাছ থেকে অভিযোগ ওঠায় তাকে মার্কিন পররাষ্ট্রবিষয়ক কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। পরে ২১৮-২১১ ভোটে তাকে পদ থেকে সরানোর প্রস্তাব পাস হয়। মার্কিন কংগ্রেসে যে দু’জন মুসলিম নারী সদস্য রয়েছেন, তাদের একজন ইলহান ওমর।
ইলহানের জন্মস্থান সোমালিয়া। ওই দেশ থেকে আসা প্রথম আমেরিকান-মুসলিম আইনপ্রণেতা তিনি। ২০১৬ সালে মিনেসোটা থেকে কংগ্রেস সদস্য নির্বাচিত হন তিনি। অভিবাসী ও শরণার্থী ইস্যু নিয়ে কাজ করেন তিনি।

ভোটাভুটির আগে রিপাবলিকান আইনপ্রণেতারা যুক্তি দেখান, ইলহান ওমর বিভিন্ন সময় ইহুদি ও ইসরায়েলবিরোধী বক্তব্য দিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি পররাষ্ট্রবিষয়ক কমিটিতে কাজ করার যোগ্যতা হারিয়েছেন।

তবে ইলহানের অভিযোগ করে বলেছেন, ব্যক্তিগত পরিচয়ের কারণে তাকে লক্ষ্যবস্তু বানিয়েছেন রিপাবলিকান আইনপ্রণেতারা।

তিনি আরও বলেন, “আপনি যদি অভিবাসী হন, বিশ্বের একটি প্রান্ত থেকে এসে থাকেন, আপনার গায়ের রং ভিন্ন হয় কিংবা আপনি মুসলিম হন, তাহলে তারা (রিপাবলিকানরা) আপনাকে সন্দেহ করবেন।

এমনকি এটা কোনও দুর্ঘটনা নয় যে রিপাবলিকান পার্টির সদস্যরা প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামাকেও একজন মুসলিম হিসেবে অভিযুক্ত করেছিলেন।” সূত্র: বিবিসি, সিএনএন, আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *