ইসরায়েল আগ্রাসন বন্ধ না করলে যুদ্ধ ছড়িয়ে পড়বে : হাসান নাসরাল্লাহ

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

রয়টার্স

লেবাননের হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরাল্লাহ যুক্তরাষ্ট্রকে হুশিয়ার করে দিয়ে বলেছেন, আঞ্চলিক যুদ্ধ ঠেকাতে চাইলে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে। গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ আরম্ভ হবার পর শুক্রবার এই প্রথম বক্তব্য দিলেন হিজবুল্লাহর প্রধান।

লেবাননের টেলিভিশনে সম্প্রচারিত বক্তৃতায় হাসান নাসরাল্লাহ বলেছেন, যুক্তরাষ্ট্রই কেবল গাজায় আগ্রাসন বন্ধ করতে পারে। কারণ, এটা তাদেরই আগ্রাসন। আঞ্চলিক (মধ্যপ্রাচ্যে) যুদ্ধ যদি ঠেকাতে চান তাহলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই অবিলম্বে গাজায় আগ্রাসন বন্ধ করতে হবে।

হাসান নাসরাল্লাহ বলেন, তোমরা, আমেরিকানরা ভালো করেই জানো, এই অঞ্চলে যুদ্ধ শুরু হলে তোমাদের নৌবহর কাজে আসবে না, আকাশপথে লড়াই করেও সুবিধা করতে পারবে না। আর (যুদ্ধ বাধলে) তোমাদের (ভূরাজনৈতিক) স্বার্থ, সেনা ও নৌবহরকেই এর মূল্য চোকাতে হবে।

গাজায় যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ভূমধ্যসাগরের ইসরায়েল উপকূলের কাছাকাছি যুদ্ধবিমানবাহী দুটি রণতরি পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের জোড়া রণতরি মোতায়েনের বিষয়টি উল্লেখ করে হাসান নাসরাল্লাহ আরও বলেন, এসব নিয়ে হিজবুল্লাহ ভীত নয়। অকপটে বলতে চাই, এসব দিয়ে তোমরা আমাদের হুমকি দিচ্ছ, আমরা তোমাদের এসব নৌবহর মোকাবিলায় জোরপ্রস্তুতি নিয়ে রেখেছি।

বক্তৃতায় হাসান নাসরাল্লাহ বলেন, লেবানন সীমান্তে হিজবুল্লাহর লড়াই দিন দিন তীব্র হচ্ছে। এ কারণে গাজা উপত্যকায় ও পশ্চিম তীরের অবস্থান থেকে সেনাদের সরিয়ে উত্তরে লেবানন সীমান্তে রাখতে বাধ্য হয়েছে ইসরায়েল। এখানে লড়াই কেমন হবে তা নির্ভর করবে গাজার ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *