ইসরায়েলের হামলায় গাজায় আল-জাজিরার সাংবাদিকের স্ত্রী-সন্তান নিহত

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় আল–জাজিরার সাংবাদিক ওয়ায়েল আল–দাহদুহর স্ত্রী ও দুই সন্তান নিহত হয়েছেন। গাজার একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় তাঁরা নিহত হন। আল–জাজিরার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মেদ মোয়াদাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়ায়েল আল–দাহদুহ আল–জাজিরার আরবির সাংবাদিক। তিনি ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে সরেজমিন প্রতিবেদন করছেন। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চল খালি করে দেওয়ার নির্দেশ দেয়। এরপর লাখো মানুষের মতো তাঁর স্ত্রী-সন্তানেরাও নিজেদের বাড়ি ছেড়ে গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে আশ্রয় নিয়েছিলেন। তিনি বলেন, ‘এখানে যা ঘটছে, তা একদম সুস্পষ্ট। গাজার নারী-শিশুরা ইসরায়েলের চলমান হামলার লক্ষ্যবস্তুর অংশ।’

ওয়ায়েল আল–দাহদুহ গাজা থেকে সরাসরি (লাইভ) প্রতিবেদন করছিলেন। তাঁর স্ত্রী–সন্তানেরা নুসেইরাত শরণার্থীশিবিরে আশ্রয় নিয়েছিলেন। রয়টার্সের খবরে বলা হয়, বুধবার রাতে ওই শরণার্থী শিবিরে হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *