বুধবার ইয়েমেন ভিত্তিক হুথি জানায়, তারা ইসরায়েলের মধ্যাঞ্চলে তেল আবিব এলাকায় একটি ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে ঢোকার আগে তা প্রতিহত করা হয়।
গাজা ভূখণ্ডে ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যে তাদের কথায়, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দুই দিনের মধ্যে হুথিদের এটি দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা।
ইসরায়েলের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি হুথিরা লোহিত সাগর ও এডেন উপসাগরের জাহাজগুলোর উপর হামলা চালিয়ে জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ রুটগুলোতেও বিঘ্ন সৃষ্টি করেছে।
ইসরায়েলি কর্মকর্তারা সাম্প্রতিক দিনগুলোতে হুথিদের প্রতি তাদের বক্তব্যে আরও স্পষ্টভাষী হয়ে উঠেছেন এবং ইরান সমর্থিত এই গোষ্ঠীটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
মঙ্গলবার প্রকাশিত ইসরায়েলি সামরিক বাহিনীর তদন্তের ফলাফল অনুসারে, আগস্টে গাজায় আটক ছয়জন জিম্মির মৃত্যুর জন্য অসবধানতাবশত ইসরায়েলি সেনাদের উপস্থিতিই দায়ী ।
মঙ্গলবার এক বিবৃতিতে দ্য হোস্টেজেস এন্ড মিসিং ফ্যামিলিস ফোরাম বলে, “ আজ রাতে প্রকাশিত তদন্তে আবারো প্রমাণিত হয়েছে, কেবল একটি চুক্তির মাধ্যমেই সব জিম্মিকে ফিরিয়ে আনা সম্ভব।” সুত্র: এপি, এএফপি, রয়টার্স ও ভিওএ