ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে দানা বাঁধছে ক্ষোভ। তেল আবিব থেকে রাশিয়ার দাগেস্তানে অবস্থিত মাখাচকালা বিমানবন্দরে যাওয়া ফ্লাইট প্রতিহত করার জন্য বিক্ষোভ করেছেন বিপুল সংখ্যক মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ফুটেজে দেখা যায়, লোকজন ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে ‘আল্লাহু আকবার’ ধ্বনি দেয়।
ফ্লাইটে ইহুদি ও ইসরায়েলিদের প্রতিরোধ করতে বিমানবন্দরে ঢুকে পড়েছিল রুশ নাগরিকরা। জনতা বিমানবন্দরের কাছাকাছি অবস্থান করছে বলে পাইলটদের আগেই সতর্ক করে দেয়া হয়েছিল। তখন পাইলটরা বিমানটিকে অন্য বিমানবন্দরে নিয়ে যান।
কিন্তু সেখানেও জনতা গিয়ে উপস্থিত হন। তাদের রুখতে বিমানের সকল দরজা বন্ধ করে দেয়া হয়, নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। রুশ বিমান কর্তৃপক্ষ সকল বিমানকে অন্য বন্দরে সরিয়ে দেয়। একটি নিরাপত্তা সূত্র জানায়, অল্প কয়েকজন ইসরাইলি ও ইহুদি বিমানবন্দরে ছিল। তারা নিরাপদে রয়েছে। তাদেরকে দ্রুত মস্কোতে নিয়ে যাওয়া হয়।
কাসপিয়ান সাগর উপকূলে অবস্থিত দাগেস্তান হলো রুশ ফেডারেশনের একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র। ২০১২ সালের জনশুমারি অনুযায়ী সেখানকার জনসংখ্যার ৮৩ ভাগ মুসলিম। এই অঞ্চলে প্রায় ৪০০ ইহুদি পরিবার বাস করে।
এ ঘটনায় ইসরাইলি প্রধানমন্ত্রীর দফতর, পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় নিরাপত্তা কাউন্সিল উদ্বেগ প্রকাশ করে, সকল ইসরাইলি ও ইহুদি নাগরিকের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানায়। সূত্র : আল জাজিরা ও এএফপি