ইসরায়েলের অস্ত্র হস্তান্তরে আপত্তি জানিয়ে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার পদত্যাগ

আমেরিকা মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

ইসরায়েলকে আবারো সামরিক সহায়তা দেওয়ার ঘোষণায় ক্ষোভ প্রকাশ করে অস্ত্র হস্তান্তরে আপত্তি জানিয়ে পদত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। পদত্যাগের পর লিংকডইন অ্যাকাউন্টে পোস্ট করা প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি আশঙ্কা করছি- আমরা গত কয়েক দশক ধরে যে ভুলগুলো করেছি (ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিয়ে), এখনও তার পুনরাবৃত্তি করছি। আমি এই ভুলের অংশ হতে চাই না।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিক বিষয়ক পরিচালক জোশ পল ইসরায়েল ও গাজায় সংঘাত পরিচালনার বিষয়ে বাইডেন প্রশাসনের ভূমিকায় বুধবার পদত্যাগ করেছেন। ইসরায়েলকে আরও মার্কিন সামরিক সহায়তা সমর্থন করতে পারবেন না বলে তিনি ঘোষণা করেছেন। সেই সাথে মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গিকে ‘বৌদ্ধিক দেউলিয়াত্ব’ ও “একটি আবেগপ্রবণ প্রতিক্রিয়া” বলে অভিহিত করেছেন।

যুক্তরাষ্ট্রের জন্য বিভিন্ন দেশে অস্ত্র হস্তান্তর নিয়ে কাজ করা পল জানান, তিনি আর অস্ত্র পাঠানোর পক্ষে কাজ করতে পারবেন না। তিনি বলেন, আমি কিছু পরিবর্তন করতে পারিনি, তাই আমি পদত্যাগ করেছি। পল আরও বলেন, মানবাধিকারের গুরুতর লঙ্ঘন যে করবে, তার নাম উল্লেখ করা আমাদের দায়িত্ব। অপরাধ যেই করুক না কেন।

বিদেশী শক্তির কাছে অস্ত্র হস্তান্তরের বিষয়ে কাজ করা একজন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা ইসরায়েল ও গাজায় সংঘাত পরিচালনার বিষয়ে আমেরিকায় ভূমিকা নিয়ে পদত্যাগ করায় সরকার বড় রকম ধাক্কা খেয়েছে। জোশ পলের প্রস্থান মধ্যপ্রাচ্যে তার নিকটতম মিত্রের জন্য বাইডেন প্রশাসনের জোরালো সমর্থন থেকে অভ্যন্তরীণ ভিন্নমতের একটি বিরল ঘটনা প্রকাশ্য হল।

জোশ পল স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অফ পলিটিক্যাল-মিলিটারি অ্যাফেয়ার্সের কংগ্রেসনাল এবং পাবলিক অ্যাফেয়ার্সের পরিচালক ছিলেন, যার দায়িত্ব অস্ত্র স্থানান্তর পরিচালনা করা। তার চলে যাওয়া মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের প্রতি প্রশাসনের জোরালো সমর্থনের জন্য অভ্যন্তরীণ অস্বস্তির একটি বিরল পরিমাপ চিহ্নিত করে। আরও বিস্তৃতভাবে, এটি রাষ্ট্রপতি বাইডেনের বৈদেশিক নীতির ব্যাপারে ভিন্নমতের একটি অস্বাভাবিক ঘোষনা। এর মাধ্যমে হতাশার অভিব্যক্তি প্রকাশ্যে ছড়িয়ে পড়েছে। পল বলেছেন, তিনি এমন একটি চাকরি চালিয়ে যেতে পারছেন না যা ফিলিস্তিনি বেসামরিক জনতার মৃত্যুর জন্য অবদান রাখছে।

নিউইয়র্ক টাইমস উল্লেখ করেছে, পদত্যাগপত্রে জোশ পল, যিনি ১১ বছরেরও বেশি সময় ধরে স্টেট ডিপার্টমেন্টের রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরোর কংগ্রেসনাল এবং পাবলিক অ্যাফেয়ার্সের পরিচালক ছিলেন, তিনি বলেছেন বাইডেন প্রশাসনের “একপক্ষের জন্য অন্ধ সমর্থন” নীতিগত সিদ্ধান্তের বিবেচনায় “অদূরদর্শী, ধ্বংসাত্মক, অন্যায্য এবং আমরা প্রকাশ্যে যে মূল্যবোধগুলিকে সমর্থন করি তার বিপরীত। ইসরায়েল যে প্রতিক্রিয়া নিচ্ছে এবং এর সাথে সেই প্রতিক্রিয়া এবং দখলদারিত্বের স্থিতাবস্থার জন্য আমেরিকান সমর্থন, কেবল ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয় পক্ষকে আরও গভীর দুর্ভোগের দিকে নিয়ে যাবে। তিনি আরো লিখেছেন, আমি ভয় করি যে আমরা এই বিগত দশকগুলিতে একই ভুলের পুনরাবৃত্তি করছি এবং আমি আরও দীর্ঘ সময়ের জন্য এটির অংশ হতে অস্বীকার করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *