ইসরায়েলি সহিংসতার নিন্দা জানানোর আহ্বান যুক্তরাজ্যের ছায়া পররাষ্ট্রমন্ত্রীর

যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

যুক্তরাজ্য লেবার দলের ছায়া পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ফিলিস্তিনের পশ্চিম তীরে সহিংসতা বন্ধ করতে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য দেশটির সরকারকে আহ্বান জানিয়েছেন। পশ্চিমতীরে যে সহিংসতা চালানো হচ্ছে যুক্তরাজ্যকে অবশ্যই তার নিন্দা জানানোরও দাবি জানান তিনি।

ডেভিড ল্যামি ফিলিস্তিনিদের সম্পর্কে ইসরায়েলি কট্টরপন্থী মন্ত্রীদের বক্তব্যকে “অগ্রহণযোগ্য এবং আক্রমণাত্মক” বলে অভিযুক্ত করেছেন এবং পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের “সহিংসতা ও চরমপন্থার‍” নিন্দা করেছেন ।

বিরোধী লেবার দলের এই নেতা পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলিকে এ বিষয়ে একটি চিঠি লিখেছেন। এক্সে দেয়া অভিমতে ফিলিস্তিনের পশ্চিমতীরে ক্রমবর্ধমান সহিংসতা ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি লিখেছেন, ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতা, হুমকি এবং ভয় দেখানোর ঘটনাগুলি রেকর্ড পরিমান বৃদ্ধি পেয়েছে। সেখানে বাড়িঘর ভাংচুর করা, পানি সরবরাহ বন্ধ, গবাদি পশু চুরি এবং বেসামরিক লোদের বন্দুকের মুখে হুমকি দেওয়া হয়েছে।

জাতিসংঘের হিসাবে ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরাইলি সেনারা বহু সাধারণ মানুষকে হত্যা করছে। গাজায় ধ্বংসলীলার বিরুদ্ধে এবং গাজাবাসীর সমর্থনে বিক্ষোভ করার সময় অথবা ইসরাইলের ঘেরাও দিয়ে তল্লাশি চালানোর সময় এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এতে আরও বলা হয়, সাধারণ মানুষকে হত্যা করেছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংস হামলা চালানোর জন্য এসব বসতি স্থাপনকারীদের দায়ী করেছে মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো।

ডেভিড ল্যামি বলেন, দখলদার শক্তি হিসেবে আন্তর্জাতিক আইনের অধীনে অনেক বাধ্যবাধকতা আছে ইসরাইলের। এই আইন সমুন্নত রাখতে হবে। বসতি স্থাপনকারীদের ক্ষেত্রে বিবেচিত বিদ্বেষ বা বেআইনিভাবে কাজ করার জন্য যুক্তরাজ্যে তাদের প্রবেশ নিষিদ্ধ করারও আহ্বান জানান তিনি।

মিঃ ল্যামি পশ্চিম তীর স্থিতিশীল করার জন্য একটি শক্তিশালী ও সংস্কারকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষ গড়ে তোলার ব্যাপারে জর্ডানের সাথে কোন উপায়ে বের করার জন্য পররাষ্ট্র সচিবকে অনুরোধ করেন। তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের থেকে ট্যাক্স রাজস্ব বন্ধ করার জন্য ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ঘোষণায় তীব্রভাবে উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি পিএলকে দুর্বল করবে এবং সবচেয়ে খারাপ সময়ে পশ্চিম তীরকে অস্থিতিশীল করার ঝুঁকি বাড়বে। সুত্র: ইন্ডিপেন্ডেন্ট, দ্যা গার্ডিয়ান ও বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *