ইসরায়েলকে হেজবোল্লাহ প্রধানের কঠোর হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

হেজবোল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বুধবার বলেছেন, আমরা যুদ্ধকে ভয় পাই না। লেবাননের সঙ্গে যুদ্ধ করলে তা ইসরায়েলের বিপর্যয়ের কারণ হবে।

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি জানিয়ে হাসান নাসরাল্লাহ বলেন, যদি শত্রুপক্ষ আমাদের বিরুদ্ধে যুদ্ধঘোষণা করে তাহলে কোনোরকম সংযম না দেখিয়ে, কোনো নিয়ম বা বিধিনিষেধ না মেনে আমরা সীমাহীনভাবে যুদ্ধ করব।

লেবাননের রাজধানী বৈরুতে ড্রোন হামলা চালিয়ে ইসরায়েল হামাসের অন্যতম শীর্ষ নেতা সালেহ আল আরৌরি হত্যার একদিন পর (৩ জানুয়ারি ২০২৪) টেলিভিশনে দেয়া ভাষণে হেজবোল্লাহ প্রধান এসব কথা বলেন।

হাসান নাসরাল্লাহ বলেন, আরৌরির হত্যা একটা ভয়ংকর অপরাধ যা নিয়ে আমরা চুপ থাকতে পারি না। ইসরায়েলের জন্য “এটি খুব, খুব ব্যয়বহুল হতে চলেছে।”

হিজবুল্লাহ নেতা ইসরায়েলের বিরুদ্ধে কাসেম সুলেইমানির কবরে শোকাহতদের টার্গেট করার অভিযোগ করে বলেছেন, এটি হামাসের শীর্ষ নেতা সালেহ আল আরৌরির হত্যার সাথে যুক্ত।

গাজার সংঘাতকে উদাহরণ হিসেবে ব্যবহার করে হাসান নাসরাল্লাহ আন্তর্জাতিক আইনের সমালোচনা করেছেন। যুক্তি দিয়ে বলেছেন, আন্তর্জাতিক আইন সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। তিনি “ইসরায়েলের মিত্র” মার্কিন যুক্তরাষ্ট্রকে “মানবাধিকারের আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী” বলে অভিযুক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *